E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘মুক্তিযুদ্ধ এখনও শেষ হয়নি’

২০১৬ নভেম্বর ১৯ ১৮:৩৬:৩৭
‘মুক্তিযুদ্ধ এখনও শেষ হয়নি’

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেছেন, মনে রাখবেন মুক্তিযুদ্ধ এখনও শেষ হয়নি। ত্রিশ লক্ষ মানুষের রক্ত দিয়ে যে জাতীয় পতাকা ও জাতীয় সংগীত আমরা অর্জন করেছিলাম জিয়াউর রহমান ধ্বংস করার চেষ্টা করেছিলেন। এমনকি মুক্তিযুদ্ধের ইতিহাস পাল্টে দিতে চেয়েছিলেন তিনি।

শনিবার সকাল দশটায় কলাপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান এসব কথা বলেন।

কলাপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল আয়োজিত এ সভায় তিনি বলেন, সময় এসেছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস মানুষের কাছে তুলে ধরার। মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, প্রতিদিন অন্তত পাঁচজনের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পৌঁছে দিন। তিনি মুক্তিযোদ্ধাদের জঙ্গী প্রতিরোধে ভূমিকা রাখারও আহবান জানান।

কলাপাড়া মুক্তিযোদ্ধা কমান্ডার বদিউর রহমান বন্টিন’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সংগঠক এবিএম সুলতান আহমেদ, ভাইস চেয়ারম্যান ইসমাত কাদের গামা, কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান, আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন আহমেদ বেপারী, উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার, কলাপাড়া পৌর মেয়র বিপুল হাওলাদার, অধ্যাপক মনজুরুল আলম, মুক্তিযোদ্ধা হাবিবুল্লাহ রানা প্রমুখ।
এর আগে শুক্রবার সন্ধ্যায় কুয়াকাটা পানি উন্নয়ন বোর্ড মাঠে জঙ্গী বিরোধী এক জনসভায় যোগ দেন মন্ত্রী শাজাহান খান।

কুয়াকাটার জনসভায় তিনি বলেন, ’যুদ্ধাপরাধীদের বিচার বাংলার মাটিতেই হচ্ছে এবং হবে। যারা এখনও যুদ্ধাপরাধীদের মদদ দিয়ে আসছেন তাদেরকেও বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে।’

(এমকেআর/এএস/নভেম্বর ১৯, ২০১৬)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test