E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘জঙ্গিবাদ গণতন্ত্রের শক্র’

২০১৬ নভেম্বর ২৫ ১৫:৫৬:৩৭
‘জঙ্গিবাদ গণতন্ত্রের শক্র’


টাঙ্গাইল প্রতিনিধি : প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবাহান চৌধুরী বলেছেন, দেশে জঙ্গিবাদ, সাম্প্রদায়িক শক্তি এবং স্বাধীনতা বিরোধী চক্র এখনো তাদের কর্মকান্ড চালাতে তৎপর রয়েছে। এই জঙ্গিবাদ গণতন্ত্রের শক্র। তারা আমাদের মুক্ত স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যমের জন্য বড় চ্যালেঞ্জ।

আজ শুক্রবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গববন্ধু অডিটরিয়ামে ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের তিন দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

এসময় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, পৃথিবী জুড়ে গণমাধ্যমের চেহারা প্রযুক্তিগতভাবে ও বিষয়গতভাবে পাল্টে যাচ্ছে। তেমনি মাঠের সাংবাদিকদেরকে প্রযুক্তিগতভাবে পাল্টাতে হবে।

বাংলাদেশ প্রেস ইন্সটিটিউটের মহাপরিচালক শাহ আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন, সাধারণ সম্পাদক ওমর ফারুক, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরণ, দৈনিক যুগান্তরের উপ-সম্পাদক রফিকুল ইসলাম রতন, ঢাকাস্থ টাঙ্গাইল সাংবাদিক সমিতির সভাপতি আব্দুল গাফফার মাহমুদ, সাধার সম্পাদক জীবন ইসলাম ও টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা।
পরে ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের জন্য তিনদিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণে প্রশিক্ষণ প্রদান করেন একুশে টেলিভিশনের সিইও মনজুরুল আহসান বুলবুল, বিএফইউজের সাধারণ সম্পাদক ওমর ফারুক।

(এমএনইউ/এএস/নভেম্বর ২৫, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test