E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

'স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে’

২০১৬ ডিসেম্বর ১০ ১৭:৫৩:২৪
'স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে’

ঝালকাঠি প্রতিনিধি : শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকার সব ধরনের উদ্যোগ নিয়েছে। শিশুদের সুস্বাস্থ্য ও পুষ্টির দিক খেয়াল রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

তিনি বলেন, এ লক্ষ্যে বর্তমান সরকার ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনসহ স্বাস্থ্যসেবার নানা ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে। পাশাপাশি জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কমিউনিটি ক্লিনিক প্রতিটি ওয়ার্ডে স্থাপন করেছে। সেখানে মাতৃ সেবাও দেওয়া হয়।

শনিবার সকাল ১০টায় ঝালকাঠি সিটি কিন্ডারগার্টেন প্রাঙ্গণে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাইয়ে ক্যাম্পেইনের উদ্বোধনকালে এসব কথা বলেন আমীর হোসেন আমু।

সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা গৌতম কুমার দাসের সঞ্চালনায় ও পৌর মেয়র লিয়াকত আলী তালুকদারের সভাপতিত্বে স্বাস্থ্যসেবা বিষয়ে বিষদ আলোচনা করেন-সিভিল সার্জন ডা. মো. আ. রহিম।

এসময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি ও নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, জেলা আইনজীবী সমিতির সভাপতি পাবলিক প্রসিকিউটর (পিপি) আ. মান্নান রসুল, সাধারণ সম্পাদক শহীদুর রহমান বাচ্চু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেম্বারের সভাপতি মাহাবুব হোসেন প্রমুখ।

পরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধা সংসদ, সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

সভায় আরও উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার এমএম মাহমুদ হাসান, এডিসি জাকির হোসেন, এএসপি মোজাম্মেল, ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহে আলম।

(ওএস/এএস/ডিসেম্বর ১০, ২০১৬)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test