E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রধানমন্ত্রীর উদ্যোগে গুলশানে হচ্ছে খেলার মাঠ ও জিমনেসিয়াম

২০১৭ জানুয়ারি ২৫ ১৩:১১:৩৪
প্রধানমন্ত্রীর উদ্যোগে গুলশানে হচ্ছে খেলার মাঠ ও জিমনেসিয়াম

আতিকুর রহমান দর্জী : প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিজ উদ্যোগ ও নির্দেশনায় গুলশানে বস্ত্র ও পাট মন্ত্রণালয়াধীন বিজেএমসির ১০.৩৩ বিঘা জমিতে আধুনিক খেলার মাঠ ও জিমনেসিয়াম নির্মাণ করা হবে।

এজন্য সোমবার জমিটি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে হস্তান্তর করা হয়েছে। সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে জমি হস্তান্তর দলিলে স্বাক্ষর করেন বিজেএমসির পক্ষে চেয়ারম্যান ড. মাহমুদুল হাসান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষে সচিব কাজী আকতার উদ্দিন আহমেদ।

ঢাকার গুলশান সাব রেজিস্ট্রি অফিসের দায়িত্ব প্রাপ্ত সাব রেজিস্টার কামাল হোসেনের উপস্থিতিতে এই রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার, উপমন্ত্রী আরিফ খান জয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব শুভাশিস বসু প্রমুখ। জমি হস্তান্তর অনুষ্ঠানে মির্জা আজম বলেন, রাজধানীতে খেলার মাঠ দূরে থাক, ফাঁকা জায়গাও খুঁজে পাওয়া যায় না। কিন্তু শিশু-কিশোরদের সুষ্ঠুভাবে বেড়ে উঠতে প্রয়োজন খেলার মাঠ, মুক্তভাবে মুক্ত আকাশের নিচে নির্বিঘ্নে ছোটাছুটির সুযোগ। সে কথা বিবেচনায় নিয়েই প্রধানমন্ত্রীর নিজস্ব উদ্যোগ ও নির্দেশনায় এ জমিতে হচ্ছে খেলার মাঠ।

গুলশান সাব রেজিস্ট্রি অফিস কর্মকর্তা মনজু মোল্লা জমি রেজিস্ট্রেশনের বিষয়টি নিশ্চিত করেন।

(ওএস/এএস/জানুয়ারি ২৫, ২০১৭)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test