E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘যুক্তরাষ্ট্র নির্দিষ্ট কোনো দলকে সমর্থন দিচ্ছে না’

২০১৭ জানুয়ারি ২৫ ১৯:১৬:৩৬
‘যুক্তরাষ্ট্র নির্দিষ্ট কোনো দলকে সমর্থন দিচ্ছে না’

স্টাফ রিপোর্টার : বাংলাদেশে নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলকে যুক্তরাষ্ট্র সমর্থন দিচ্ছে না বলে জানিয়েছেন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। তবে তিনি বলেন, একটি সুষ্ঠু রাজনৈতিক প্রক্রিয়া গড়ে তোলার জন্য যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কাজ করছে।

বাংলাদেশে তার দায়িত্ব পালনের দুবছর পূর্তি উপলক্ষে বুধবার বিকেল সাড়ে ৩টায় তিনি ফেসবুক লাইভে এক ফেসবুক ব্যবহারকারীর মন্তব্যের পরিপ্রেক্ষিতে এসব কথা বলেন। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এক ঘণ্টার লাইভে দুই শতাধিক মন্তব্যের মধ্যে ২৪টির উত্তর দেন বার্নিকাট।

মোহাম্মদ ফরহাদ নামের ফেসবুক ব্যবহারকারীর মন্তব্যের উত্তরে বার্নিকাট বলেন, ‘আমরা বাংলাদেশে নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলকে সমর্থন করছি না। আমরা বাংলাদেশিদের সহায়তা করতে কাজ করছি, যাতে একটি সুষ্ঠু রাজনৈতিক প্রক্রিয়া গড়ে ওঠে।’

লাইভে এসে বার্নিকাট প্রথমেই বলেন, ‘আজ বাংলাদেশে আমার দুই বছরের অভিজ্ঞতা শেয়ার করতে পেরে অভিভূত।’

ফেসবুক ইউজার মুসা তার মন্তব্যে বার্নিকাট ও তার আমেরিকান সঙ্গীদের অভিনন্দন জানান। সেই সঙ্গে তিনি মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন ও সহিংসতা অবসানে রাষ্ট্রদূতের মাধ্যমে যুক্তরাষ্ট্র সরকারকে কার্য‌্করী ভূমিকা রাখার আহ্বান জানান।

মুসার উত্তরে বার্নিকাট বলেন, যুক্তরাষ্ট্র মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে মিয়ানমারসহ বিশ্বের সব দেশেই সোচ্চার ভূমিকা রাখছে। সংখ্যালঘুদের ওপর নির্যাতন না চালিয়ে তাদের ধর্মীয় স্বাধীনতা, স্বাধীনতার আন্দোলন, সামাজিক সেবা, স্বাভাবিক জীবনযাত্রা এবং আইন অনুযায়ী তাদের সঙ্গে আচরণ করার জন্য যুক্তরাষ্ট্র মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

(ওএস/এএস/জানুয়ারি ২৫, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test