E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সৈয়দ মাহমুদ হোসেনকে প্রধান করে সার্চ কমিটি গঠন

২০১৭ জানুয়ারি ২৫ ১৯:৫১:৪৫
সৈয়দ মাহমুদ হোসেনকে প্রধান করে সার্চ কমিটি গঠন

স্টাফ রিপোর্টার : নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের লক্ষ্যে আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে প্রধান করে সার্চ কমিটি গঠন করা হয়েছে।

বুধবার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

কমিটিতে সদস্য হিসেবে আছেন- হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মাসুদ আহমেদ, সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান মোহাম্মদ সাদিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য শিরীণ আখতার।

এরা নতুন নির্বাচন কমিশনের জন্য ছয় সদস্যকে বাছাই করবেন। সেখান থেকে একজনকে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্য পাঁচজনকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রাষ্ট্রপতি একটি আইনের অধীনে ইসি গঠন করবেন বলে সংবিধানে বলা হলেও সেই আইনটি এখনো হয়নি। আইন না হওয়ায় এবারও সার্চ কমিটির সাহায্যে ইসি গঠন করতে যাচ্ছেন রাষ্ট্রপতি। এ লক্ষ্যে সম্প্রতি রাষ্ট্রপতি ইসিতে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেছেন। রাজনৈতিক দলগুলো আশা করছে যে, রাষ্ট্রপতি একটি গ্রহণযোগ‌্য ইসি গঠন করবেন।

প্রসঙ্গত, প্রাক্তন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পর একটি সার্চ কমিটি গঠন করেন। ওই সার্চ কমিটির প্রস্তাব করা ১০টি নাম থেকে পাঁচজন নির্বাচন কমিশনার বেছে নিয়েছিলেন তৎকালীন রাষ্ট্রপতি।

কাজী রকিব উদ্দীনের নেতৃত্বাধীন সেই ইসি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে মেয়াদ শেষ করবে। এরপর অনধিক পাঁচজনকে নিয়ে পাঁচ বছর মেয়াদী নতুন ইসি গঠন করবেন রাষ্ট্রপতি।

(ওএস/এএস/জানুয়ারি ২৫, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test