E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘রাষ্ট্রপতি নিরপেক্ষদের নিয়ে সার্চ কমিটি গঠন করেছেন’

২০১৭ জানুয়ারি ২৭ ১৫:৫৭:৪২
‘রাষ্ট্রপতি নিরপেক্ষদের নিয়ে সার্চ কমিটি গঠন করেছেন’

স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ রাষ্ট্রপতির সার্চ কমিটিকে বিএনপি প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে অভিযোগ করে বলেছেন, রাষ্ট্রপতি দল নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে সার্চ কমিটি গঠন করেছেন। যারা কেউ কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নয়। তাদের নিয়েও বিএনপি নানা ধরনের প্রশ্ন উত্থাপন করছে।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও সফলতার বিরুদ্ধে স্বাধীনতাবিরোধী চক্র যুদ্ধপরাধী ও জঙ্গিগোষ্ঠীর মূল মদদ দাতা বিএনপি জামায়াতের মিথ্যাচারের প্রতিবাদ’ শীর্ষক এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

মানববন্ধনটির আয়োজন করে স্বাধীনতা পরিষদ নামের একটি সংগঠন।

বিএনপি নেতাদের উদ্দেশে হাছান মাহমুদ বলেন, রাষ্ট্রপতির গঠিত সার্চ কমিটি নিয়ে প্রশ্ন তৈরি না করে বরং ধন্যবাদ জানান। অন্যথায় নির্বাচন বর্জন করে একবার যে ভুল করেছেন আরেকবার করলে আপনাদের দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যাবে না।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সঙ্গে খাল খননকারী বাহিনীরা রামপালে কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের বিরুদ্ধে আন্দোলন করছে মন্তব্য করে আওয়ামী লীগের এই নেতা বলেন, অর্থনীতিবিদ, রাজনীতিবিদরা আজ পরিবেশবিদ হয়ে রামপালে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করার বিরুদ্ধে আন্দোলন করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন।

তিনি বলেন, রামপালের বিরুদ্ধে যারা আন্দোলন করছে তারা এবং বিএনপি একই সুরে কথা বলছেন। এর মধ্যে দিয়েই প্রমাণিত হয় তারা দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায়।

আয়োজক সংগঠনের উপদেষ্টা হাসিবুর রহমান মানিকের সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন- সংগঠনের সভাপতি জিন্নাত আলী খান জিন্নাহ, সাংগঠনিক সম্পাদক করিম আহমেদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ।

(ওএস/এএস/জানুয়ারি ২৭, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test