E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘গ্রাহক বিদ্যুৎ চাওয়ার পরের দিনেই তাকে সংযোগ দেওয়া হবে’

২০১৭ ফেব্রুয়ারি ০২ ১৪:১৫:৫৯
‘গ্রাহক বিদ্যুৎ চাওয়ার পরের দিনেই তাকে সংযোগ দেওয়া হবে’

স্টাফ রিপোর্টার : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ‘গ্রাহক বিদ্যুৎ চাওয়ার পরের দিনেই তাকে সংযোগ দেওয়া হবে। এ প্রক্রিয়া শিগগিরই শুরু করা হবে।’

বুধবার দশম জাতীয় সংসদে চতুর্দশ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান, বর্তমান সরকারের আমলে ৩ কোটি মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে।

২০১৮ সালের মধ্যেই দেশের সব কল-কারখানায় গ্যাস সংযোগ দেওয়া হবে বলে বলে জানান নসরুল হামিদ।

রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নেন রেলমন্ত্রী মো. মুজিবুল হক, হুইপ শহীদুজ্জামান সরকার, ক্ষমতাসীন দলের সদস্য এ কে এম রহমতুল্লাহ, সোহরাব উদ্দিন সানা, মীর মোশতাক আহমেদ রবি, আমিনা আহমেদ ও জাতীয় পার্টির শওকত চৌধুরী।

রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক বর্তমান সরকারের আমলে বিভিন্ন খাতে সাফল্যের কথা তুলে ধরে বলেন, এ সরকারের আমলে রেল খাতে যে উন্নয়ন হয়েছে তা ’৭৫ সালের পর আর কোনো সরকারের আমলে হয়নি। দেশের সাধারণ জনগণের নিরাপদ ও সাশ্রয়ী ভ্রমণ নিশ্চিত করতে রেলওয়ে বর্তমানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তিনি আরো বলেন, পদ্মা সেতুতে পৃথক রেল সেতু সংযোজন রেলওয়ে খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে। এর মাধ্যমে ঢাকা-পদ্মাসেতু-যশোর পর্যন্ত নতুন রেললাইন স্থাপনের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এ ছাড়া ঢাকা-বরিশাল-পায়রাবন্দর রেললাইন তৈরির বিষয়েও বিদেশি কোম্পানির সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

হুইপ শহীদুজ্জামান সরকার বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও বিভিন্ন খাতে অর্জিত সাফল্যের কথা উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে সর্বক্ষেত্রে সাফল্য অর্জিত হচ্ছে, তাতে ২০৩১ সালের মধ্যেই বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ০২, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test