E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘গ্যাস সমস্যা সমাধানে ১০৮টি কুপ খনন করা হবে’

২০১৭ ফেব্রুয়ারি ০২ ১৬:০১:২২
‘গ্যাস সমস্যা সমাধানে ১০৮টি কুপ খনন করা হবে’

স্টাফ রিপোর্টার : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, অবকাঠামো উন্নয়নে গ্যাস বড় সমস্যা। তবে চলতি বছরের ডিসেম্বরে গ্যাসের ক্ষেত্রে ভালো খবর আসবে। গ্যাস সমস্যা সমাধানে ১০৮টি কুপ খনন করা হবে। ভোলায় পর্যাপ্ত গ্যাস রয়েছে, ওখানে ২টি কুপ খনন করা হচ্ছে।

বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর কার্যালয়ে মেট্রোপলিটন চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। ব্যবসায়ী প্রতিনিধি দলের নেতৃত্ব দেন এমসিসিআই সভাপতি নিহাদ কবির।

বৈঠকে ব্যবসায়ী নেতারা বিমানবন্দরের ভোগান্তির বিষয়ে বাণিজ্যমন্ত্রীর দৃষ্টি অাকর্ষণ করলে তিনি বলেন, এটি সত্যিই দুর্ভাগ্যজনক। লাগেজ পাওয়া থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়। এর বেশি কিছু বলা যাবে না। আমাদের বিমানবন্দরগুলোতে যাত্রীদের লাগেজ খুঁজে নিতেও দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। আরও অনেক জটিলতাও আছে। এ অবস্থা চলতে পারে না।

বাণিজ্যমন্ত্রী বলেন, আমাদের দেশে ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ডের খুবই অভাব। ১৬ কোটি মানুষ, জমির পরিমাণ কমে যাচ্ছে। যদিও আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, চাল রফতানি করতে যাচ্ছি। আমরা ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চলের টার্গেট নিয়ে কাজ করছি। প্রধানমন্ত্রী এ ব্যাপারে খুবই আন্তরিক। ইতোমধ্যে ২১টি অর্থনৈতিক অঞ্চলের কাজ চলছে। এর মধ্যে ৩টি প্রাইভেট, ১৮টি পাবলিক।

তিনি বলেন, আমাদের শুধু তৈরি পোশাক খাত নিয়ে বসে থাকলে চলবে না। রফতানি পণ্যের বহুমূখীকরণে আমরা কাজ করছি। জিএসপি নিয়ে ভাবার কিছু নেই। আমরা শর্তপূরণ করেছি, আর কিছু বলবো না। তবে টিপিপি নিয়ে আমাদের উদ্বেগ কেটেছে।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ০২, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test