E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘ধর্মের নামে যারা বিভ্রান্ত ছড়ায় তাদের ওয়াজ করতে দেয়া হবে না’

২০১৭ ফেব্রুয়ারি ০৪ ১৮:৫৪:৪৮
‘ধর্মের নামে যারা বিভ্রান্ত ছড়ায় তাদের ওয়াজ করতে দেয়া হবে না’

মাদারীপুর প্রতিনিধি : নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ধর্মের নামে যারা বিভ্রান্ত ছড়ায় তাদের আমাদের এলাকায় ওয়াজ করতে দেয়া হবে না। যারা স্বাধীনতাবিরোধী মতবাদ প্রচার করে, তাদের প্রতিরোধে নেতা-কর্মী ও প্রশাসনিক কর্মকর্তাদের সতর্ক থাকতে হবে।

শনিবার বিকেলে মাদারীপুরে জেলা পরিষদ সম্মেলন কক্ষে জেলা পরিষদের নবনির্বাচিতদের নিয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নৌপরিবহনমন্ত্রী।

শাজাহান খান বলেন, সিরাজগঞ্জের শাহাজাদপুরে সাংবাদিক হত্যার ঘটনার তদন্ত চলছে। হত্যাকারীদের কোনো ছাড় দেয়া হবে না। জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

নতুন কাঠালবাড়ি ঘাট থেকে শিমুলিয়ায় লঞ্চে ভাড়া কমানো প্রসঙ্গে নৌমন্ত্রী বলেন, স্থানীয় সংসদ সদস্য বিষয়টি আজও আমাকে বলেছেন। আগামীকালই ভাড়া কমানো নিয়ে সভা ডাকা হয়েছে। সেখানে এ বিষয়ে সিদ্ধান্ত হবে।

জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজউদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন, সংসদ সদস্য নূর-ই আলম চৌধুরী, আফম বাহাউদ্দিন নাছিম, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রোকসানা ইয়াসমিন প্রমুখ।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ০৪, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test