E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নিজ গ্রামে সুরঞ্জিতের শেষকৃত্য সোমবার

২০১৭ ফেব্রুয়ারি ০৫ ১১:৪৪:৫১
নিজ গ্রামে সুরঞ্জিতের শেষকৃত্য সোমবার

স্টাফ রিপোর্টার :আগামীকাল সোমবার সুনামগঞ্জের দিরাইয়ে নিজের গ্রামেই অনুষ্ঠিত হবে সুরঞ্জিত সেনগুপ্তের শেষকৃত্য।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রবিবার সকালে রাজধানীর ল্যাবএইড হাসপাতাল থেকে এমনটিই জানালেন সাংবাদিকদের।

সুরঞ্জিতের মরদেহের শ্রদ্ধা প্রদর্শন এবং শেষকৃত্যের বিষয়ে পরিবারের সঙ্গে আলোচনা করে একটি সময়সূচি তৈরি করা হয়েছে বলেও জানান তিনি।

সুরঞ্জিত সেনের মরদেহ রাজধনীতে তার জিগাতলার বাসায় নেয়া হবে প্রথমে। সেখান থেকে দুপুর ১২টার দিকে তার মরদেহ ঢাকেশ্বরী মন্দিরে নেয়া হবে। সেখান থেকে দুপুর তিনটার সময় নেয়া হবে সংসদ ভবনে। সেখানে তার মরদেহে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সুরঞ্জিতের রাজনৈতিক সহকর্মীরা। তারপর মরদেহ হিমঘরে রাখা হবে। সোমবার সকাল ৯টায় মরদেহ সিলেটে নেয়া হবে। তারপর নেওয়া হবে সুনামগঞ্জে। সেখান থেকে মরদেহ দেড়টার দিকে শাল্লা নেয়া হবে। সবশেষ বেলা তিনটায় মরদেহ পৌঁছাবে দিরাইয়ে নিজের বাড়িতে এবং এখানেই তার শেষকৃত্য সম্পন্ন হবে।

রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর রবিবার ভোর ৪টা ২৪ মিনিটে সুরঞ্জিত সেনগুপ্ত মারা যান। সুরঞ্জিতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার একান্ত সহকারী কামরুল ইসলাম।



(ওএস/এস/ফেব্রুয়ারি ০৫, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test