E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কারাগারে মুফতি হান্নানের মৃত্যু পরোয়ানা

২০১৭ ফেব্রুয়ারি ০৭ ০৯:৩১:৪৭
কারাগারে মুফতি হান্নানের মৃত্যু পরোয়ানা

স্টাফ রিপোর্টার :জঙ্গি সংগঠন হরকাতুল জেহাদ (হুজি) নেতা মুফতি আবদুল হান্নানের মৃত্যু পরোয়ানা সোমবার রাতে কাশিমপুর কারাগারে কারাগারে পৌঁছায় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিআইজি প্রিজন (ঢাকা) তৌহিদুল ইসলাম।

কাশিমপুর কারাগারের সিনিয়র জেল সুপার মিজানুর রহমান সোমবার রাতে গণমাধ্যমকে জানান, মৃত্যু পরোয়ানা ইতিমধ্যে তাকে পড়ে শোনানো হয়েছে। কারাবিধি অনুযায়ী তিনি দোষ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করবেন কিনা জানতে চাওয়া হয়েছে। তিনি প্রাণভিক্ষার আবেদন না করলে কারাবিধি অনুযায়ী তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। এ লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি নেয়া হয়েছে।

বোমা ও গ্রেনেড হামলার ঘটনায় মুফতি হান্নানের বিরুদ্ধে ১৭টি মামলা হয়েছে। এর মধ্যে সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলার দায়ে মুফতি হান্নানসহ তিন জঙ্গির ফাঁসি ও দু’জনের যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারিক আদালত। এ মামলায় মৃত্যুদণ্ড অনুমোদন করেন হাইকোর্ট।

এছাড়া ২০০১ সালে রমনায় বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা মামলায় হান্নানসহ হুজির আট জঙ্গির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ মামলার ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ডাদেশ অনুমোদন) হাইকোর্টে শুনানি হয়েছে। এর আগে ২০০৫ সালের ১ অক্টোবর রাজধানীর বাড্ডার বাসা থেকে গ্রেফতার করা হয় মুফতি হান্নানকে।


(ওএস/এস/ফেব্রুয়ারি ০৭, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test