E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শাহজালালে আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট জব্দ

২০১৭ ফেব্রুয়ারি ০৭ ১৮:৫৮:০৩
শাহজালালে আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট জব্দ

স্টাফ রিপোর্টার : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি নিষিদ্ধ ১৮ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। মঙ্গলবার দুপুরে কোরিয়ার ইজি ব্র্যান্ডের ৩০৩ কার্টনে ৬০ হাজার ৬শ’ শলাকা সিগারেট জব্দ করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ড. মইনুল খান বলেন, সিগারেটগুলো পরিত্যক্ত অবস্থায় তিনটি ট্রলি ব্যাগে তিন নং ব্যাগেজ বেল্টের পাশে পাওয়া যায়। লাগেজগুলো ব্যাংকক থেকে আসা। থাই এয়ারওয়েজের টিজি২৪২ ফ্লাইটে বেলা সাড়ে ১২টায় বিমানবন্দরে অবতরণ করে।

গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা ব্যাগেজ বেল্ট নং ১ থেকে ৪ নং বেল্টের উপর সতর্ক দৃষ্টি রাখে। শুল্ক গোয়েন্দার সতর্ক উপস্থিতি টের পেয়ে যাত্রীরা তাদের মালামাল ট্রলিতে উঠানোর পরে রেখে চলে যায়।

শুল্ক গোয়েন্দা ডিজি আরও বলেন, আমদানি নীতি অনুযায়ী সিগারেট প্যাকেটের গায়ে বাংলায় ধূমপানবিরোধী সতর্কীকরণ লেখা ব্যতিত বিদেশি সিগারেট আমদানি নিষিদ্ধ। সিগারেটের উপর উচ্চ শুল্ক (প্রায় ৪৫০ শতাংশ) পরিহারের জন্য এসব সিগারেট আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পণ্যের শুল্ক করসহ জব্দকৃত পণ্যের মূল্য প্রায় ১৮ লক্ষ টাকা উল্লেখ করে এ বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ০৭, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test