E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘সরকার শিক্ষাকে সব সময় অগ্রাধিকার দিয়েছে’

২০১৭ মার্চ ১১ ১৮:৫২:৩৮
‘সরকার শিক্ষাকে সব সময় অগ্রাধিকার দিয়েছে’

গাজীপুর প্রতিনিধি : মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, আওয়ামী লীগ সরকার সব সময় শিক্ষাকে অগ্রাধিকার দিয়েছে। তাই দেশে এতো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছে সরকার।

শনিবার দুপুরে গাজীপুরের কালীগঞ্জ নির্বাচনী এলাকা পূবাইলে হারেজ আলী উচ্চবিদ্যালয়ের চারতল বিশিষ্ট একাডেমি ভবন ভিত্তি প্রস্থর স্থাপনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, কোনো শিশু যাতে শিক্ষা থেকে বঞ্চিত না হয় সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। তাহলে দেশ আরও বেশি এগিয়ে যাবে।

তিনি আরও বলেন, নারীর ক্ষমতায়ন নিশ্চিত করার জন্য মেয়েদের শিক্ষা অবৈতনিক করা হয়েছে এবং মেয়েদের জন্য উপবৃত্তির ব্যবস্থা করা হয়েছে।

তিনি বলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় প্রায় ২ কোটি নারীকে ১৮টি ট্রেডে বিনা খরচে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। তাছাড়া বাল্যবিয়ে, যৌতুক, প্রজনন স্বাস্থ্য, সম-অধিকারসহ সচেতনতার জন্য বিভিন ইস্যুতে দেশের প্রতিটি ইউনিয়নে কিশোর-কিশোরী ক্লাব স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রশিদের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজউকের পরিচালক মো. আনিসুর রহমান মিঞা।

এছাড়া উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার (ভারপ্রাপ্ত) প্রণতি বিশ্বাস, আওয়ামী লীগ নেতা জাহিদ হাসান মামুন, আমজাদ হোসেন মোল্লা, কাউন্সিলর বজলুর রহমান বাছির, উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. মাজেদুল ইসলাম সেলিম, মো. আমিনুল হক ও মাসুদুর রহমান প্রমুখ।

(ওএস/এএস/মার্চ ১১, ২০১৭)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test