E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

তিন মাসে শিশুসহ ১১৩ আত্মহত্যা

২০১৭ এপ্রিল ১২ ১১:৫২:৩৪
তিন মাসে শিশুসহ ১১৩ আত্মহত্যা

স্টাফ রিপোর্টার : জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ এই তিন মাসে ১১৩ জন নারী, পুরুষ ও শিশু আত্মহত্যা করেছে। এদের মধ্যে নারী ৭২ জন, পুরুষ ২৮ জন ও শিশু ১৩ জন। আত্মহত্যার ঘটনা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এরপর খুলনা বিভাগ। সর্বনিম্ন সিলেট বিভাগে।

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার (বিএসইএইচআর) এক পর্যবেক্ষণে এই তথ্য উঠে এসেছে।

এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বিএসইএইচআরের চেয়ারম্যান অ্যাডভোকেট সিগমা হুদা বলেন, ‘আত্মহত্যাও একটি সামাজিক ব্যাধি, অবিলম্বে এ ব্যাধির প্রতিকার করতে হবে। আমাদের দেশে নারী আত্মহত্যার প্রধার একটি কারণ হলো পারিবারিক নির্যাতন। নারীর ওপর নির্যাতনের মাত্রা কমে গেলে নারীদের আত্মহত্যার প্রবণতাও কমে যাবে। আত্মহত্যা প্ররোচনাকারীর কঠিন শাস্তি নিশ্চিত হলে আত্মহত্যা কমে যাবে। পরিবারের সঙ্গে শিশু ও নারীদের বন্ধন আরও মজবুত করতে হবে।’

তিনি বলেন, ‘দিনদিন দেশে বেড়েই চলছে আত্মহত্যার ঘটনা। নারী-পুরুষের পাশাপাশি সাম্প্রতিক সময়ে শিশু আত্মহত্যার ঘটনাগুলো বেশ উদ্বেগজনক। পারিবারিক কলহ, মান-অভিমান, জেদ, পরকীয়া, রাগ প্রভৃতি কারণে আত্মহত্যার ঘটনাগুলো ঘটছে।’

বিএসইএইচআরের কমিউনিকেশন অ্যান্ড ডকুমেন্টেশন অফিসার ফাতেমা ইয়াসমিন জানান, দেশে নারী ও শিশু বান্ধব কঠিন আইন থাকা সত্ত্বেও তার প্রয়োগ যথাযথভাবে না হওয়াই দিন দিন নারী ও শিশু নির্যাতনের মাত্রা বেড়েই চলছে। পরিবার থেকে সমাজের প্রতিটি পর্যায়ে নির্যাতিত হচ্ছে নারী ও শিশুরা। পারিবারিক, সামাজিক কলহে নারী, শিশু নির্যাতন ও হত্যার ঘটনা বেড়ে গেছে।

সংস্থাটির ওই পর্যবেক্ষণে বলা হয়, শুধু মার্চ মাসেই ২৩১ জন নারী, শিশু নির্যাতন ও হত্যার শিকার হয়েছে।

(ওএস/এসপি/এপ্রিল ১২, ২০১৭)

পাঠকের মতামত:

২০ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test