E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘আমরা গ্রহণযোগ্য নির্বাচন করতে বদ্ধপরিকর’

২০১৭ এপ্রিল ১২ ১৭:৪৯:৪৬
‘আমরা গ্রহণযোগ্য নির্বাচন করতে বদ্ধপরিকর’

বরগুনা প্রতিনিধি : নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম বলেছেন, শুধুমাত্র সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নয়, বর্তমান নির্বাচন কমিশন যেকোনো মূল্যে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে বদ্ধপরিকর।

বুধবার সকালে বরগুনার তালতলীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে তালতলী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এক আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

রফিকুল ইসলাম বলেন, নির্বাচন কমিশন, সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জেলা উপজেলা পর্যায়ের নির্বাচন অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী কোনো ধরণের বে-আইনি কার্যক্রমে সম্পৃক্ত হলে কাউকেই ছাড় দেয়া হবে না।

তিনি আরও বলেন, প্রতিটি কেন্দ্রেই নির্বাচন কমিশনের লোক থাকবে। কোনো রকম অনিয়ম দেখা গেলেই নির্বাচন কমিশনের কাছে তার তথ্য পৌঁছে যাবে। আর সেসব তথ্যের ভিত্তিতেই কেন্দ্র বন্ধসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সভায় উপস্থিত নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নানা অভিযোগ, পরামর্শ এবং প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, প্রতিটি ইউনিয়নে দুজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ র‌্যাব, পুলিশ, কোস্টগার্ড এবং বিজিবির পর্যাপ্ত স্ট্রাইকিং ফোর্স থাকবে।

বরগুনার জেলা প্রশাসক ড. মহা. বশিরুল আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বরিশালের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আব্দুল হালিম খান, নির্বাচন প্রশিক্ষণ ইন্সটিউটের প্রশিক্ষক আঃ আলীম, বরগুনার পুলিশ সুপার বিজয় বসাক পিপিএম, র্যা ব পটুয়াখালীর কোম্পানি কমান্ডার এম ছুরাত আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসংঙ্গত, আগামী ১৬ এপ্রিল বরগুনার নবগঠিত তালতলী উপজেলার পাঁচটি ইউনিয়নের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৪৫টি কেন্দ্রে মোট ৫২ হাজার ৭১৪জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে চেয়ারম্যান পদে ২১ জন, সদস্য পদে ১৭৪ জন, সংরক্ষিত সদস্য পদে ৫১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

(ওএস/এএস/এপ্রিল ১২, ২০১৭)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test