E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘সরকার প্রয়োজনে কৃষকদের ৬ বছর খাওয়াবে’

২০১৭ এপ্রিল ১৯ ২২:০৬:৪২
‘সরকার প্রয়োজনে কৃষকদের ৬ বছর খাওয়াবে’

সুনামগঞ্জ প্রতিনিধি : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী বলেছেন, ছয় মাস নয়, প্রয়োজনে ছয় বছর হাওরাঞ্চলের কৃষকদের খাওয়াবে শেখ হাসিনার সরকার। তবু কাউকে এই সরকার না খেয়ে মরতে দেবে না।

বুধবার রাতে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় এসব কথা বলেন ত্রাণমন্ত্রী। সভা পরিচালনা করেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল।

শেখ হাসিনার গোডাউনে খাদ্যের কোনো অভাব নেই উল্লেখ করে ত্রাণমন্ত্রী বলেন, যতোদিন পর্যন্ত হাওরাঞ্চলের পানি না সরে ততদিন পর্যন্ত কৃষকদের খাদ্যের যোগান দেবে সরকার। হতাশ হওয়ার কিছু নেই ওলি-আউলিয়ার দেশ সিলেটের মানুষের কিছুই হবে না।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ড. জয়া সেনগুপ্তা এমপি, অ্যাডভোকেট শামছুন নাহার বেগম শাহানা রব্বানী এমপি, পীর ফজলুর রহমান মিসবাহ এমপি, সাবেক এমপি অ্যাডভোকেট আব্দুল মজিদ, জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, সুনামগঞ্জ পৌর মেয়র আইয়ুব বখত জগলুল, জেলা পুলিশ সুপার বরকতুল্লাহ খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক, সাংবাদিক ও মানবাধিকারকর্মী সেলিম আহমদ তালুকদার প্রমুখ।

অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব, মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে দুপুরে সুনামগঞ্জের অকালে তলিয়ে যাওয়া বিভিন্ন হাওর পরিদর্শন করেন ত্রাণমন্ত্রী।

(ওএস/এএস/এপ্রিল ১৯, ২০১৭)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test