E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সৌদি যাচ্ছেন তিন সদস্যের প্রতিনিধিদল

২০১৭ মে ০২ ১২:৩৪:৪৪
সৌদি যাচ্ছেন তিন সদস্যের প্রতিনিধিদল

স্টাফ রিপোর্টার : ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. আবদুল জলিলের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল আগামীকাল (বুধবার) ১১ দিনের সফরে সৌদি আরব যাচ্ছেন।

প্রতিনিধিদলের অন্য দুই সদস্য হলেন ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. হাফিজুর রহমান ও ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস (উপপরিচালক) ওয়ালীউর রহমান।

মদিনা মনোয়ারাতে দুই দেশের প্রতিনিধিদলের এক সভায় যোগদানের জন্য বুধবার ঢাকা ত্যাগ করবেন তারা।

সফর প্রসঙ্গে জানতে চাইলে ধর্ম সচিব মো.আবদুল জলিল জানান, ২০১৫ সালের ১৯ নভেম্বর সৌদি সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

দুই দেশের ইসলামী চিন্তাবিদবিদদের মধ্যে মতবিনিময়, ইসলামের নামে জঙ্গি কর্মকাণ্ড প্রতিরোধ, কেরাত প্রতিযোগিতা, কোরআন প্রচার ও প্রসারে দুই দেশের মধ্যে সম্পর্ক স্থাপনের লক্ষ্যে ওই সমঝোতা স্মারক সই করা হয়। সেই সমঝোতা স্মারকে চলতি বছর বাংলাদেশ প্রতিনিধিদলকে আমন্ত্রণ জানানোর বিষয়টি উল্লেখ ছিল।

তিনি আরও জানান, ১১ দিনের সফরকালে দুই দেশের গৃহীত কার্যক্রমগুলো নিয়ে আলোচনা হবে। তাছাড়া সৌদি সরকারের পক্ষ থেকে তাদের তিনজনকে ওমরাহ হজ করানোর কথা রয়েছে।

গত বছর সৌদি সরকার বাংলাদেশকে পাঁচ হাজার পিস পবিত্র কোরআন শরীফ উপহার দিয়েছিল বলেও জানান ধর্ম সচিব।

(ওএস/এসপি/মে ০২, ২০১৭)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test