E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কক্সবাজারে বোয়িং বিমান চলাচলের উদ্বোধন

২০১৭ মে ০৬ ১১:১২:২৫
কক্সবাজারে বোয়িং বিমান চলাচলের উদ্বোধন

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের সম্প্রসারিত অংশে বোয়িং বিমান চলাচলের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজার পৌঁছেছেন তিনি।

শনিবার সকাল ১০টায় বিমানের বোয়িং ৩৭৩-৮০০ উড়োজাহাজে করে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী।

সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে বড় আকারের ৭৩৭-৮০০ বোয়িং এয়ারক্রাফটের মুভমেন্টের জন্য বিমানবন্দরের সম্প্রসারিত রানওয়ে উদ্বোধন করেন। কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক সাধন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

পরে সেখান থেকে তিনি ইনানীর উদ্দেশে রওনা দেন। সেখানে তিনি কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ উদ্বোধন করবেন। সড়ক ও মহাসড়ক বিভাগের তত্ত্বাবধানে বাংলাদেশ সেনাবাহিনী ৮০ কিলোমিটার মেরিন ড্রাইভ নির্মাণ করেছে।

বিকেলে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে ফলক উন্মোচনের মাধ্যমে ছয়টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

প্রকল্পগুলো হলো- কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ, কক্সবাজার মেডিক্যাল কলেজ, কক্সবাজার মেডিক্যাল কলেজ হাসপাতাল, বড় আকারের ৭৩৭-৮০০ বোয়িং এয়ারক্রাফটের মুভমেন্টের জন্য কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ, কক্সবাজার আইটি পার্ক, নাফ ট্যুরিজম প্রকল্প এবং মহেশখালীতে দুটি ভাসমান এলএনজি টার্মিনাল সম্প্রসারণ। বিকেলে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এক জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

(ওএস/এএস/মে ০৬, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test