E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দেশের শ্রমবাজার চলছে মৌখিক চুক্তিতে

২০১৭ মে ০৭ ১২:৫৬:৪৩
দেশের শ্রমবাজার চলছে মৌখিক চুক্তিতে

স্টাফ রিপোর্টার : দেশের অর্থনৈতিক উন্নয়ন হওয়া সত্ত্বেও কাঠামোগত অবনতিতে দেশের শ্রমবাজার। কর্মে নিয়োজিতদের প্রায় ৬০ শতাংশ কাজ করছেন মৌখিক সম্মতির ভিত্তিতে। দৈনিক মজুরি ও মৌসুমি শ্রমিক হিসেবে কাজ করছেন প্রায় ৬৯ শতাংশ শ্রমিক। শুধু তাই নয়, গড় মজুরিতেও এশিয়ার অনেক দেশের তুলনায় পিছিয়ে বাংলাদেশ।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ শ্রমশক্তির তথ্য অনুযায়ী, প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক খাতে লিখিত ও মৌখিক চুক্তি এবং অন্যান্যভাবে কর্মরত দুই কোটি ৩৪ লাখের বেশি শ্রমিক। এর মধ্যে এক কোটি ৪১ লাখই মৌখিক সম্মতিতে কাজ করছেন। মৌখিক সম্মতিতে কর্মে নিয়োজিতদের মধ্যে আবার এক কোটি ১০ লাখের বেশি পুরুষ। এছাড়া ৩১ লাখ নারী শ্রমিকও লিখিত চুক্তি ছাড়াই মৌখিক সম্মতিতে কাজ করছেন।

বিশেষজ্ঞরা বলছেন, দেশের সিংহভাগ শ্রমিক এখনো অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত থাকায় মৌখিক চুক্তির ভিত্তিতে কাজ করছেন। শ্রমিক অধিকার সম্পর্কে সচেতন না হওয়ার পাশাপাশি সরকারের যথাযথ নীতিসহায়তার অভাব রয়েছে এক্ষেত্রে। ফলে এসব শ্রমিকের গড় মাসিক বেতন যেমন কম হচ্ছে, একই সঙ্গে শ্রমিকস্বার্থও উপেক্ষিত থাকছে।

বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, 'অর্থনৈতিক উন্নয়ন ও উচ্চপ্রবৃদ্ধির ধারাবাহিকতা বজায় রাখতে অবশ্যই শ্রমিকের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে গুণগত মানের উন্নয়ন করতে হবে। শ্রম অধিকার ও শ্রম নিরাপত্তা নিশ্চিত করতে কর্মে নিয়োগটা অবশ্যই লিখিত হওয়া জরুরি। এটি না হওয়ার কারণে প্রতিনিয়ত শ্রমিকদের স্বার্থ উপেক্ষিত হতে দেখা যায়।

বাংলাদেশে শ্রমিকদের ন্যূনতম মজুরিও এশিয়ার অনেক দেশের তুলনায় কম। বাংলাদেশে মাথাপিছু গড় বেতন এখনো ১১ হাজার টাকা। গ্লোবাল ওয়েজ রিপোর্ট অনুযায়ী, ভারতে মাসিক গড় বেতন বাংলাদেশি মুদ্রায় ১৭ হাজার ২০০ টাকা, ইন্দোনেশিয়ায় ১৪ হাজার ৬৪০, ভিয়েতনামে ১৫ হাজার ৭৬০, ফিলিপাইনে ১৭ হাজার ২০০ ও মালয়েশিয়ায় ৫২ হাজার ৮০ টাকা।

পেশাগত দিক থেকে দেশে মাসিক গড় বেতন সবচেয়ে বেশি ব্যবস্থাপকদের, ২১ হাজার টাকা। সবচেয়ে কম বেতন সাধারণ শ্রমিকদের, মাসে গড়ে ৮ হাজার টাকা। এর বাইরে কারিগরি ও সহযোগী পেশাজীবীদের ১৮ হাজার, মেশিন অপারেটরদের ১২ হাজার এবং কৃষি, বন ও মত্স্য পেশায় কর্মরতদের ১০ হাজার টাকা।

দেশে কর্মরতদের খাতভিত্তিক মজুরি পর্যালোচনায় দেখা যায়, সবচেয়ে বেশি মজুরি তথ্য ও যোগাযোগ খাতের কর্মীদের। এ খাতে নিয়োজিতদের মাসিক গড় বেতন প্রায় ৩১ হাজার টাকা। আর সবচেয়ে কম কয়লা খাতের শ্রমিকদের, মাসে গড়ে ৮ হাজার ২৯০ টাকা।

দেশের শ্রমবাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে শ্রম ও কর্মসংস্থান সচিব মিকাইল শিপার বলেন, 'আমাদের দেশে শ্রম খাতের ৮০ শতাংশের বেশি অপ্রাতিষ্ঠানিক। এছাড়া অনেক শিল্পই এখনো শ্রম আইনের আওতার বাইরে। তাই এ খাতে রাতারাতি বড় ধরনের কোনো পরিবর্তন আনা সম্ভব নয়। তবে সরকারের পক্ষ থেকে বেশকিছু উদ্যোগ নেয়া হয়েছে। গৃহশ্রমিক নীতিমালার মাধ্যমে এ খাতে কর্মরতদেরও নিবন্ধনের আওতায় এনে প্রাতিষ্ঠানিক করার সুযোগ সৃষ্টি হয়েছে। প্রভিডেন্ড ফান্ডের ব্যবস্থা করা হয়েছে। আর সবচেয়ে যেটা জরুরি তা হলো- শ্রমিকের অধিকার সুরক্ষায় শ্রমিক, মালিক ও সরকারের সমন্বিত উদ্যোগ।'

(ওএস/এসপি/মে ০৭, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test