E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘দেশের উন্নয়নে জনপ্রতিনিধিদের প্রশিক্ষণ দেয়া হবে’

২০১৭ মে ০৭ ২০:১৯:৩০
‘দেশের উন্নয়নে জনপ্রতিনিধিদের প্রশিক্ষণ দেয়া হবে’

স্টাফ রিপোর্টার : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটকে (এনআইএলজি) আধুনিকায়নের মাধ্যমে একটি যুগোপযোগী প্রশিক্ষণ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হচ্ছে। এ প্রতিষ্ঠানের মাধ্যমে স্থানীয় সরকারের সব পর্যায়ের জনপ্রতিনিধিদেরকে প্রশিক্ষণ প্রদান করা হবে।

রবিবার সচিবালয়ে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সম্মেলন কক্ষে এনআইএলজির পরিচালনা বোর্ডের ৪৬তম সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গাঁ, স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক ও এনআইএলজির মহাপরিচালক তপন কুমার কর্মকারসহ কমিটির অন্যান্য সদস্য।

মন্ত্রী স্থানীয় সরকারের নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্য, পৌর মেয়র ও কাউন্সিলর, সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদেরকে প্রশিক্ষণ প্রদানে ব্যবস্থা নিতে নির্দেশনা প্রদান করেন।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার স্থানীয় সরকারের সব পর্যায়ে গণতান্ত্রিকভাবে নির্বাচন চালু করেছে। তিনি বলেন, দেশকে উন্নয়নের চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে হলে এই নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে দক্ষ করে গড়ে তুলতে হবে। যথাযথ প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে জনপ্রতিনিধিরা আরও সুচারুভাবে প্রতিষ্ঠান পরিচালনা করতে সক্ষম হবেন।

এনআইএলজিকে গুণগত গবেষণা কার্যক্রম বৃদ্ধির ব্যাপারে নির্দেশনা দেন খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ৬০ হাজারেরও অধিক নির্বাচিত জনপ্রতিনিধি যদি একযোগে দেশের জন্য কাজ শুরু করেন তাহলে দেশের উন্নয়ন কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। তিনি প্রতিষ্ঠানটির আধুনিকায়নে সম্প্রসারিত ভবনসহ অন্যান্য সুবিধাদি বৃদ্ধির বিষয়টি মন্ত্রণালয়ের বিবেচনাধীন বলে জানান।

অনুষ্ঠানে স্থানীয় সরকার সচিব আবদুল মালেক বলেন, এনআইএলজিকে মৌলিক গবেষণা ও উদ্ভাবনীর দিকে বিশেষভাবে নজর দিতে হবে।

(ওএস/এএস/মে ০৭, ২০১৭)


পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test