E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সম্ভাব্য এমপি প্রার্থীদের প্রফাইল তৈরি করছে পুলিশ

২০১৭ মে ০৮ ১৩:৫৭:২১
সম্ভাব্য এমপি প্রার্থীদের প্রফাইল তৈরি করছে পুলিশ

স্টাফ রিপোর্টার : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনীতিবিদদের প্রফাইল তৈরি করছে পুলিশ। এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই শুরু হয়েছে এই কার্যক্রম। এই তালিকায় জাতীয় পার্টি, বিএনপি ও জামায়াতসহ আওয়ামী লীগ নেতাদেরও নাম রয়েছে।

এনিয়ে বিএনপি নেতারা অভিযোগ করেছেন, হয়রানি করতেই তাদের টার্গেট করা হচ্ছে। তবে পুলিশ কর্মকর্তারা বলেছেন, দেশের প্রয়োজনে নেতাদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। এতে হয়রানির কিছু নেই। বিএনপির পাশাপাশি আওয়ামী লীগ নেতাদের কাছেও তথ্য চাওয়া হয়েছে।

পুুলিশের একটি সূত্র জানিয়েছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা সম্ভাব্য প্রার্থী হতে পারেন, মূলত তাদের প্রফাইল তৈরি করা হচ্ছে। তিন পৃষ্ঠার ছাপানো ফরমে ৩৩টি সুনির্দিষ্ট বিষয়ে তথ্য চাওয়া হচ্ছে, সেই সঙ্গে ছবিও।

এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘পুলিশের একটি চিঠি পেয়েছি। তথ্য চাইলেই তো হবে না। আমরা বাংলাদেশি নাগরিক। তারা আমার বাপ-দাদার পরিচয় জানতে চেয়েছে। এর চেয়ে হাস্যকর আর কিছুই হতে পারে না। তবে ওই চিঠির উত্তর আমি দেব না। এ ব্যাপারে আইনগত কী ব্যবস্থা নেওয়া যায়, সেটা নিয়ে ভাবছি। আমার নাগরিক অধিকার কেড়ে নিতে পারে না কেউ। ব্যাংক হিসাব তারা চাইতে পারে না। চরিত্র কেমন, তাও তাদের জানাতে হবে- এর চেয়ে দুঃখজনক আর কী হতে পারে?’

কুমিল্লার বুড়িচংয়ের মোকাম ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোজাফফর আহম্মদ বলেন, ‘মাসখানেক আগে আমার কাছে চিঠি পাঠায় পুলিশ। কী তথ্য দেব বুঝতে পারছি না। চারিত্রিক সনদও নাকি দিতে হবে। এর চেয়ে দুঃখজনক কী হতে পারে? তারপরও যেসব তথ্য দিলে চলবে, তা দিয়ে দেব।’

(ওএস/এসপি/মে ০৮, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test