E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সেপ্টেম্বরের মধ্যে ১৩৫০ সড়ক নির্মাণ সম্পন্ন হবে: আনিসুল

২০১৭ মে ০৮ ১৪:০৩:৫০
সেপ্টেম্বরের মধ্যে ১৩৫০ সড়ক নির্মাণ সম্পন্ন হবে: আনিসুল

স্টাফ রিপোর্টার : আগামী সেপ্টেম্বরের মধ্যে ১৩৫০টি সড়কের নির্মাণ কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক।

তিনি বলেছেন, ৬৫০ কোটি টাকার ড্রেন নির্মাণ কাজ শেষ হবে। গণমানুষের সুবিধার জন্য আমরা মসজিদ-মাদরাসা ও কবরস্থান সরিয়ে সংযোগ সড়ক নির্মাণ, রাস্তা প্রশস্তকরণের কাজ ও ড্রেন নির্মাণ করছি।

সোমবার দুপুরে রাজধানীর গাবতলীর গৈদারটেক থেকে মনসুরাবাদ পর্যন্ত সংযোগ সড়ক ও ব্রিজ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এ সময় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, মিরপুরের সাংসদ আসলামুল হকসহ স্থানীয় কাউন্সিলর ও আওয়ামী এবং যুবলীগের নেতারা উপস্থিত ছিলেন।

মেয়র বলেন, আমরা গুলশান-বনানী বারিধারা এলাকায় ৬৪৩টি সংযোগ সড়ক এবং ড্রেন নির্মাণ ও রাস্তার সংস্কার কাজ করেছি। রাস্তার উপর থেকে ডেস্কোসহ অনেক প্রতিষ্ঠানের পিলার সরিয়েছি। এখন মানুষের কাছে উন্নয়ন দৃশ্যমান হচ্ছে।

যে এলাকায় রাস্তা দখল থাকবে সে এলাকার রাস্তা নির্মাণ ও সংস্কার কাজ করবো না উল্লেখ করে মেয়র বলেন, যে এলাকার কাউন্সিলর আমাদের সহযোগিতা করবেন না, রাস্তা নির্মাণের ক্ষেত্রে দখল ও উচ্ছেদ ও অধিগ্রহণে সহযোগিতা করবেন না, সে এলাকার উন্নয়ন করবে না সিটি কর্পোরেশন।

তিনি বলেন, মোহাম্মদপুর কলোনির সড়ক নির্মাণে প্রধান বাধা এখন ৪টি পরিবার। এই ৪টি পরিবারকে আমরা কোনোভাবে সরাতে পারছি না। যে কারণে রাস্তাটির নির্মাণ কাজ শুরু করা যাচ্ছে না।

মেয়র বলেন, ‘রাজনৈতিক শক্তি ছাড়া কাজ করা যায় না। আজ তাই আপনাদের সামনে আসার আগে আপনাদের নির্বাচিত এমপিদের সঙ্গে নিয়ে এসেছি।’

আনিসুল হক বলেন, আপনারা ফুটপাত ছাড়ুন, দখল ছেড়ে দিন আগামী এক বছরের মধ্যে আপনাদের এলাকা আপনারা চিনতে পারবেন না। উন্নয়ন হবে, রাস্তা নির্মাণ ও সংস্কার হবে।

২০১৮ সালের ডিসেম্বরের মধ্যে রাস্তা, ড্রেন নির্মাণ ও সংস্কার এবং রাস্তায় এলইডি লাইট স্থাপনের কাজ শেষ করা হবে বলেও জানান মেয়র।

গত ১ বছরে কূটনৈতিক এলাকায় ৫ হাজার ক্যামেরা ও ১২০০ এলইডি লাইট স্থাপন করা হয়েছে বলেও দাবি করেন মেয়র।

(ওএস/এসপি/মে ০৮, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test