E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান রওশন এরশাদ

২০১৭ মে ০৮ ২১:৫৫:৫৮
রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান রওশন এরশাদ

স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ আসন্ন রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানিয়ে বলেছেন, সৌদি আরব ও মালয়েশিয়াসহ মুসলিম দেশগুলোতে রোজার সময় পণ্যের দাম কমে যায়। আর বাংলাদেশে বাড়ে। ছোলাসহ বিভিন্ন পণ্যের দাম ইতোমধ্যে বেড়ে গেছে। এসময় তিনি প্রধানমন্ত্রী পদক্ষেপ কামনা করেন।

সোমবার জাতীয় সংসদের ১৫তম অধিবেশনের সমাপনী ভাষণে রওশন এরশাদ এসব কথা বলেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন বিকেল ৫টায় শুরু হয়।

সংসদের বিরোধী দলীয় নেতা তার বক্তৃতায় বলেন, আমাদের শিক্ষার্থীরা বিজয় দিবস কবে জানে না, রাষ্ট্রপতির নাম জানে না। আমার মনে হয় শিক্ষা পদ্ধতিটা ঢেলে সাজাতে হবে। শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী করতে হবে। যাতে জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

তিনি আরও বলেন, দেশে কর্মসংস্থান নেই বলে ছেলে-মেয়েরা হতাশ হয়ে যাচ্ছে। কর্মসংস্থানের চেষ্টা করতে হবে। এলাকা ভিত্তিক কিছু শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা হলে কর্মসংস্থান হবে। আগে বড় বড় পাটকল ছিল, অনেক কলকারখানা বন্ধ হয়ে আছে। সেগুলো চালু করতে হবে।

রওশন বলেন, দেশে এখন ১৭ কোটি মানুষ। তারমধ্যে ১০ কোটি ৩১ লাখ কর্মক্ষম। ৫ কোটি ৮১ লোকের কাজ আছে। বাকি লোকের কাজ নেই। কর্মসংস্থান না থাকলে মাদক ও নানা অপরাধে জড়িত হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো, প্রত্যেক এলাকা মাদকে সয়লাব হয়ে পড়েছে। কর্মসংস্থান নেই বলে তারা মাদক ব্যবসায় জড়িয়ে পড়ছে। এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেয়া জরুরি। দলমত নির্বিশেষে সবাইকে স্গ নিয়ে মাদক বিরোধী অভিযানের পাশাপাশি প্রচারণা চালাতে হবে।

মাদক ভয়াবহতায় নিজ বাবা-মাকে খুন করায় অভিযুক্ত ঐশীর উদাহরণ দিয়ে তিনি বলেন, যেভাবে জঙ্গি দমন হয়েছে, সেভাবে শক্ত হাতে মাদকবিরোধী অভিযান করতে হবে। ফুটপাতে যারা রাতে শুয়ে থাকে তারা মাদকের ব্যবসা করে। এমন তথ্য পাওয়া যায়। মাদকে সারা দেশ শেষ হয়ে যাচ্ছে।

দেশের বাইরে শ্রমিক পাঠানোর প্রতি গুরুত্ব দেয়ার আহ্বান জানিয়ে বিরোধী দলীয় নেতা বলেন, ‘কয়েক বছর ধরে রেমিটেন্স বেশি আসতেছিল বলে বিশ্বমন্দায় স্পর্শ করতে পারেনি। এখন তা কমে গেছে। বেশি বেশি দক্ষ কর্মী পাঠালে রেমিটেন্স বাড়বে। মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষা ব্যবস্থা, মাদক ও কর্মসংস্থানের বিষয়টি আপনি দেখবেন।’

(ওএস/এএস/মে ০৮, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test