E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘হেফাজতের সঙ্গে সরকারের সম্পর্ক ইতিবাচক’

২০১৭ মে ০৮ ২২:০১:৪৯
‘হেফাজতের সঙ্গে সরকারের সম্পর্ক ইতিবাচক’

স্টাফ রিপোর্টার : হেফাজতে ইসলামের সঙ্গে সরকারের সমঝোতার সম্পর্ককে ইতিবাচক হিসেবে দেখছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এছাড়া ২০১৪ সালের নির্বাচনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সবকটি রাজনৈতিক দল আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেবে বলে আশা প্রকাশ করেছে ২৭টি দেশের এই জোট।

সোমবার ঢাকায় নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা জানান ঢাকায় নিযুক্ত ইইউ’র রাষ্ট্রদূত পিয়েরে মায়াদুন।

ইউরোপীয় অর্থনৈতিক সম্প্রদায় বা ইউরোপীয় সম্প্রদায় প্রতিষ্ঠার ভিত্তিমূল ট্রিটি অব রোমের ৬০তম বার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশে আগামী নির্বাচনের পাশাপাশি বাংলাদেশ-ইইউ সম্পর্ক, পোশাকশিল্পের পরিস্থিতি, রোহিঙ্গা সমস্যা ফ্রান্সের নির্বাচনের ফলাফল ইত্যাদি বিষয় নিয়ে প্রশ্নের উত্তর দেন মায়াদুন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হেফাজতের প্রতি সরকারের এ দৃষ্টিভঙ্গি এদেশে অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলতে সহায়ক হবে।

নারীর ক্ষমতায়নকে বাংলাদেশের একটি ইতিবাচক অর্জন উল্লেখ করে মায়াদুন বলেন, ইউরোপীয় ইউনিয়নে শুল্ক ও কোটামুক্ত সুবিধার ফলে এখানে পোশাক শিল্প বেড়ে উঠেছে। ফলে কয়েক লাখ নারী দারিদ্র্য থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে।

তিনি বলেন, ‘আশা করি বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দেশের সব রাজনৈতিক দল অংশ নেবে। বর্তমান সময়ে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের সম্পর্কেরও প্রশংসা করেন তিনি।

(ওএস/এএস/মে ০৮, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test