E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

১৮৫ স্থানে টিসিবির পণ্য বিক্রি শুরু ১৫ মে

২০১৭ মে ১০ ১৩:১৮:২৩
১৮৫ স্থানে টিসিবির পণ্য বিক্রি শুরু ১৫ মে

স্টাফ রিপোর্টার : রমজান মাস সামনে রেখে ঢাকাসহ সারা দেশের ১৮৫টি স্থানে ১৫ মে থেকে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করবে রাষ্ট্রীয় বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এসব বিক্রয় কেন্দ্রে সয়াবিন তেল, চিনি, মশুর ডাল, ছোলা ও খেজুরের মতো পণ্য বিক্রি হবে।

৯ মে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, শুক্রবার ছাড়া সপ্তাহের ৬ দিন নির্ধারিত মূল্যে এসব পণ্য বিক্রি করা হবে।

এসব বিক্রয় কেন্দ্রে চিনি ৫৫ টাকা, সয়াবিন তেল ৮৫ টাকা, ছোলা ৭০ টাকা, মশুর ডাল ৮০ টাকা ও খেজুর ১২০ টাকা কেজি দরে বিক্রি করা হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকায় ৩০টি স্থানে, চট্টগ্রামে ১০টি স্থানে, অন্যান্য বিভাগীয় শহরে ৫টি করে এবং বাকি জেলা সদরগুলোতে ২টি করে ট্রাকে করে পণ্য বিক্রি করা হবে। এ ছাড়া টিসিবির নিজস্ব ১০টি খুচরা বিক্রয় কেন্দ্র ও ২ হাজার ৮১১ জন পরিবেশকের কাছ থেকেও ভোক্তারা পণ্য কিনতে পারবেন।

একজন ভোক্তা প্রতিদিন সর্বোচ্চ ৪ কেজি চিনি, ৩ কেজি মশুর ডাল, ৫ লিটার সয়াবিন তেল, ৫ কেজি ছোলা ও এক কেজি খেজুর কিনতে পারবেন।

ঢাকায় টিসিবির ভ্রাম্যমাণ বিক্রিয় কেন্দ্র

১। সচিবালয়ের গেইট, ২। প্রেস ক্লাব, ৩। কাপ্তান বাজার, ৪। ছাপড়া মসজিদ ও পলাশী মোড়, ৫। সাইন্সল্যাব মোড়, ৬। নিউমার্কেট/নীলক্ষেত মোড়, ৭। শ্যামলী/কল্যাণপুর, ৮। ঝিগাতলা মোড়, ৯। খামারবাড়ি, ১০। কলমীলতা মোড়, ১১। রজনীগন্ধা সুপার মার্কেট, কচুক্ষেত, ১২।আগারগাঁও তালতলা ও নির্বাচন কমিশন অফিস, ১৩। আনসার ক্যাম্প, মিরপুর পাইকপাড়া, ১৪। মিরপুর-১ নং মাজার রোড, ১৫। শান্তি নগর বাজার, ১৬। মালিবাগ বাজার, ১৭। বাসাবো বাজার, ১৮। বনশ্রী, ১৯। বাংলাদেশ ব্যাংক চত্বর, ২০। মহাখালী কাঁচাবাজার, ২১। শেওড়াপাড়া বাজার, ২২। দৈনিক বাংলা মোড়, ২৩। শাহজাহানপুর বাজার, ২৪। ফকিরাপুল বাজার, ২৫। মতিঝিল বক চত্বর, ২৬। খিলগাঁও তালতলা বাজার, ২৭। রামপুরা বাজার, ২৮। মিরপুর-১০ নম্বর গোল চত্বর, ২৯। আশকোনা হাজিক্যাম্প, ৩০। মোহাম্মদপুর কাঁচাবাজার, ৩১। দিলকুশা, ৩২। মাদারটেক নন্দীপাড়া কৃষি ব্যাংকের সামনে ও পলাশী মোড়।

(ওএস/এসপি/মে ১০, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test