E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘দেশের বিচার বিভাগ স্বাধীন’

২০১৭ মে ১০ ১৮:২৮:১৭
‘দেশের বিচার বিভাগ স্বাধীন’

কুষ্টিয়া প্রতিনিধি : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, বিচার বিভাগ স্বাধীনভাবেই কাজ করছে। আর সে কারণেই বেগম খালেদা জিয়া বিভিন্ন মামলায় ১৪০ বার তারিখ নিয়েছেন। মাসের পর মাস আদালতে হাজির না হয়ে তারিখ নিয়ে সময়ক্ষেপণ করছেন।

বুধবার বেলা ১১টায় কুষ্টিয়ার নিজ বাসভবনে দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে ‘সরকার বিচার বিভাগের স্বাধীনতা হরণ করেছে’ বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের এমন বক্তব্যের কঠোর সমালোচনা করে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, সরকার যদি বিচার বিভাগের উপর হস্তক্ষেপ করতো তাহলে এ মামলাগুলো এতোদিনে নিষ্পত্তি হয়ে যেতো। আর এই মামলাগুলোই প্রমাণ করে দেশের বিচারব্যবস্থা স্বাধীন।

তিনি বিএনপির কঠোর সমালোচনা করে বলেন, মির্জা ফখরুল সাহেবরা এখন বিচার ব্যবস্থার কথা বলেন, গণতন্ত্রের কথা বলেন। তাদের মুখে এসব মানায় না। কেননা তাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান রাষ্ট্রক্ষমতায় থাকতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের বিচার আইন বন্ধ করে দিয়েছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুক হোসেন, জেলা যুবলীগের আহবায়ক রবিউল ইসলাম প্রমুখ।

(কেকে/এএস/মে ১০, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test