E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘ধর্ষণ মামলার অন্য আসামিরাও গ্রেফতার হবে’

২০১৭ মে ১২ ২২:১০:০১
‘ধর্ষণ মামলার অন্য আসামিরাও গ্রেফতার হবে’

স্টাফ রিপোর্টার : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর। এ কারণে সরকার কোনো অপরাধীকে ছাড় দিচ্ছে না। বনানীতে ধর্ষণ মামলায় প্রধান আসামিসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। মামলায় অন্য আসামিদেরও গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

শুক্রবার কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার পূর্ণমতি এমএ উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু-স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ ফটোগ্যালারির উদ্বোধন এবং বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে কোনো অপরাধীকে ছাড় দেয়া হবে না। দেশে জঙ্গিবাদি অপচেষ্টা একটি দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র। দেশের অগ্রযাত্রাকে ব্যহত করতে একটি পক্ষ এই অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীর আহ্বানে জনগণ এসব জঙ্গিবাদকে রুখে দিচ্ছে। দেশের সামাজিক প্রেক্ষাপট জঙ্গিবাদের উৎপত্তি ও বিস্তারে সহায়ক নয়। সাম্প্রতিক জঙ্গিবাদি কিছু তৎপরতা দেখা গেলেও দেশের আইনশৃঙ্খলা বাহিনী জনগণের সহায়তায় জঙ্গিবাদকে নিয়ন্ত্রণে নিয়ে এসেছে।

(ওএস/এএস/মে ১২, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test