E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আজ তেল-গ্যাস কমিটির প্রতিবাদ দিবস

২০১৭ মে ১৩ ১২:১৫:১১
আজ তেল-গ্যাস কমিটির প্রতিবাদ দিবস

নিউজ ডেস্ক : সুন্দরবনের জন্য ক্ষতিকর সব তৎপরতা বন্ধের দাবিতে আজ শনিবার দেশব্যাপী প্রতিবাদ দিবস পালন করবে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।

গেল ৭ মে কমিটির এক সভায় এ দিবস পালনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছিল। দেশের সব মানুষকে এ দিবস পালনের আহ্বান জানানো হয়েছে কমিটির পক্ষ থেকে।

৭ মে সভায় কমিটি দাবি জানিয়েছিল, ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের তালিকা থেকে সুন্দরবনের নাম বাদ হওয়ার আগেই যেন রামপাল প্রকল্প বন্ধ করা হয়।

বক্তারা সেদিন বলেছিলেন, আগামী জুলাইয়ে এই প্রকল্প নিয়ে ইউনেসকোর পর্যালোচনাসভা আছে। তাতে বিশ্ব ঐতিহ্যের তালিকা থেকে সুন্দরবনের নাম বাদ যাওয়ার আশঙ্কা আছে। এমনটা ঘটলে তা বাংলাদেশের জন্য চরম অপমানজনক অবস্থা তৈরি করবে।

(ওএস/এসপি/মে ১৩, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test