E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হাওরে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে পদক্ষেপ গ্রহণের দাবি

২০১৭ মে ১৩ ১৩:৩৯:০২
হাওরে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে পদক্ষেপ গ্রহণের দাবি

স্টাফ রিপোর্টার : হাওর অঞ্চলে অকাল বন্যাকে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে দ্রুত সরকারি-বেসরকারি পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে ইটনা উপজেলা উন্নয়ন ও কল্যাণ সমিতি।

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, কৃষি দপ্তরের হিসেব অনুযায়ী এ বছর হাওরের ৭ জেলায় মোট সাড়ে ৯ লাখ হেক্টর জমিতে প্রকৃতির উপর নির্ভরশীল একমাত্র ফসল ইরি-বোর ধান চাষ করা হয়, উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৩০ লাখ মেট্রিক টন চাল; বর্তমানে বাজার দরে যার মূল্য ১৩ হাজার কোটি টাকা।

সমিতির পক্ষ থেকে বেশ কিছু দাবিও তুলে ধরা হয় মানববন্ধন থেকে। দাবিগুলোর মধ্যে আছে-

প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়ন করে পর্যাপ্ত ত্রাণ ও নগদ অর্থ সরবরাহ করতে হবে। সরকারি-বেসরকারি কৃষি ঋণ মওকুফ করতে হবে। ত্রাণ ও সাহায্য সুষ্ঠুভাবে বণ্টন করতে হবে।

আয়োজক সমিতির সভাপতি শফিকুল ইসলাম মান্নানের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক হুমায়ন কবির চৌধুরী, উপদেষ্টা মোখলেছ-উর-রহমান প্রমুখ।

(ওএস/এসপি/মে ১৩, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test