E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অপরাধপ্রবণ রাষ্ট্রের নেপথ্যে অগণতান্ত্রিক সরকার: মালিক

২০১৭ মে ১৩ ১৪:৪৭:৩৪
অপরাধপ্রবণ রাষ্ট্রের নেপথ্যে অগণতান্ত্রিক সরকার: মালিক

স্টাফ রিপোর্টার : বিশ্বের যেসব দেশ অগণতান্ত্রিক সরকারের ধারা পরিচালিত হয়েছে আজ তারা অপরাধপ্রবণ রাষ্ট্র হিসেবে পরিচিত বলে মন্তব্য করেছেন বিশিষ্ট আইনজীবী ড. শাহদীন মালিক।

শনিবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলানায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

শাহদীন মালিক বলেন, অগণতান্ত্রিক সরকারগুলো সব সময় ফ্লাইওভার সেতুসহ বড় বড় প্রকল্প করে থাকে। আমাদের দেশের সরকারও তাই করছে। এতে আর্থিকভাবে দেশের অনেক উন্নতি হচ্ছে। মাথাপিছু আয়ের পরিমাণ ১৫শ ডলারে গিয়েছে। এ ধরনের অর্থনৈতিক উন্নয়ন আমরা মধ্যপ্রাচ্যের অনেক দেশেগুলোতে দেখেছি। তাদের মাথাপিছু আয় ১৫ হাজার ডলারের বেশি হয়েছিল। কিন্তু অগণতান্ত্রিক সরকারের কারণে এখন ওইসব দেষে রাজনৈতিক-সামাজিক অশান্তি বিরাজ করছে। লিবিয়ার মাথাপিছু আয় ৪০ হাজার ডলার ছিল, এখন তাদের দেশের অস্ত্বিত শঙ্কাতে রযেছে।

ক্ষমতার অপব্যবহারের কারণে মেক্সিকো শহরে অস্থিরতা বিরাজ করছে উল্লেখ করে শাহদীন মালিক বলেন, রাজধানী ঢাকাতে প্রতিবছর ৬০০ থেকে ৯০০ খুন হয়। কিন্তু মেক্সিকো শহরে এর সংখ্যা দুই হাজার।

তিনি আরোও বলেন, পুলিশ যখন অধিক ক্ষমতা পায়, আর যদি তাদের কোনো জবাবদিহিতা না থাকে তখন তারা ক্ষমতার অপব্যবহার করে। বিনা বিচারে হত্যা ও পুলিশি হেফাজতে নির্যাতন বেড়ে যায়। তখন দেশে অপরাধ প্রবণতাও বেড়ে যায়। এর ফলে মধ্যপ্রাচ্য ও আমেরিকাসহ পৃথিবীর অনেক দেশ ধ্বংসের পথে। আর বর্তমানে আমাদের দেশ যেভাবে চলছে এভাবে চলতে থাকলে আগামীতে দেশ ও সমাজ ধ্বংস হয়ে যাবে।

শাহদীন মালিক বলেন, পুলিশের হেফাজতে অনেক সাধারণ মানুষ নির্যাতিত হচ্ছে। অনেকে ব্যক্তি হয়রানির ভয়ে এ নির্যাতনের বিচার চায় না। তবে কেউ যদি এ বিষয়ে এগিয়ে না আসে তাহলে এ সমস্যার সমধান হবে না।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন- গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, ঢাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক সি আর আরবার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিরিন হক।

(ওএস/এসপি/মে ১৩, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test