E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফরিদপুরের কয়েকটি জেলা নিয়ে নতুন বিভাগ ‘পদ্মা’

২০১৭ মে ১৩ ১৯:৩২:১৮
ফরিদপুরের কয়েকটি জেলা নিয়ে নতুন বিভাগ ‘পদ্মা’

ফরিদপুর প্রতিনিধি : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বৃহত্তর ফরিদপুরের কয়েকটি জেলা নিয়ে ‘পদ্মা’ নামে একটি নতুন বিভাগ করা হবে। যার সদর দফতর হবে ফরিদপুর।

শনিবার দুপুরে ফরিদপুর পৌর বাস টার্মিনালে এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এলজিআরডিমন্ত্রী।

তিনি বলেন, শ্রমিকদের বিরুদ্ধে যাবে এমন কোনো আইন করবে না বর্তমান সরকার। সবার যাতে ভালো হয় এমন আইনই করছে সরকার। শ্রমিকদের নির্যাতনের জন্য নয়, সকলকে সাবধান করার জন্য আইন করছে সরকার।

এলজিআরডিমন্ত্রী আর বলেন, বর্তমান সরকার দেশের উন্নয়নের জন্য যে কাজ করছে বিগত দিনে কোনো সরকারের আমলেই তা হয়নি। আওয়ামী লীগ মানেই উন্নয়ন। আগামী নির্বাচনে তাই আওয়ামী লীগকে ফের ক্ষমতায় আনতে নৌকা প্রতীককে ভোট দিন।

ফরিদপুর মোটর ওয়াকার্স শ্রমিক ইউনিয়ন (১০৫৫) আয়োজিত শ্রমিক সমাবেশ ও চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রমিক ইউনিয়নের সভাপতি জুবায়ের জাকির।

এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া, পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথু প্রমুখ।

(ওএস/এএস/মে ১৩, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test