E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘জঙ্গি দমনে পুলিশের সফলতা নিয়ে বিশ্ব হতবাক’

২০১৭ মে ১৩ ২২:৫৮:১০
‘জঙ্গি দমনে পুলিশের সফলতা নিয়ে বিশ্ব হতবাক’

স্টাফ রিপোর্টার : বিভিন্ন গোয়েন্দা সূত্রে জানা গেছে জঙ্গি নেতা রেজোয়ান বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশে এসেছে। বিষয়টি নজরদারিতে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। শনিবার রাজধানীর চকবাজারে আজাদ বালুর মাঠে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

জঙ্গি নেতা রেজোয়ানের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জঙ্গি দমনে পুলিশ সফলতা নিয়ে বিশ্ব হতবাক। তাদের জিজ্ঞাসা আমরা কীভাবে এতো সফলতার সঙ্গে জঙ্গি দমন করছি। রেজোয়ানের বিষয়টিও নজরদারিতে আছে, তথ্য অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গি তারাই, যারা ইতোপূর্বে রগ কাটার রাজনীতির সঙ্গে যুক্ত ছিল। তারাই কখনও আনসারুল্লাহ বাংলা টিম, কখনও হরকাতুল জিহাদ (হুজি), কখনও জেএমবি, কখনও নব্য জেএমবি নামে আত্মপ্রকাশ করছে।

বনানীর দুই তরুণী ধর্ষণের ঘটনায় মামলা নিতে অবহেলার প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিষয়টির তদন্ত চলছে। আমরা কোনো ঘটনাকে ধামাচাপা দেই না আবার তদন্ত না করে প্রকাশও করি না। তদন্ত চলছে, সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। রেইন ট্রি হোটেলের বিরুদ্ধে অভিযোগও গুরুত্বসহকারে দেখা হচ্ছে।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, আইজিপি এ কে এম শহীদুল হক ও ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

(ওএস/এএস/মে ১৩, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test