E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

৩৩ মা পেলেন রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড

২০১৭ মে ১৪ ১২:১২:২১
৩৩ মা পেলেন রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড

নিউজ ডেস্ক : সন্তানকে সত্যিকারের ও সফল মানুষ হিসেবে গড়ে তোলার পেছনে সবচেয়ে বড় ভূমিকা পালনকারী সফল মায়েদের জন্য আজাদ প্রোডাক্টস প্রবর্তিত `রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড-২০১৬` দেয়া হবে আজ।

রবিবার আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে বেলা সাড়ে ১১টায় রাজধানীর ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে এক অনুষ্ঠানে রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড দেয়া হবে।

এ বছর সাধারণ ক্যাটাগরিতে রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড পাচ্ছেন ২৫ জন ও বিশেষ ক্যাটাগরিতে পাচ্ছেন ৮ জন।

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং বিশেষ অতিথি থাকবেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। এতে সভাপতিত্ব করবেন আজাদ প্রোডাক্টসের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ।

এ বছর সাধারণ ক্যাটাগরিতে নির্বাচিত রত্নগর্ভা মায়েরা হলেন- মুক্তিযোদ্ধা জাকিয়া খানম, মেহেরুন্নেসা, আনোয়ারা বেগম, নাসরিন পারভিন, রাকিবা খানম, ফরিদা হোসেন, বেগম সামসুন নাহার, রাবেয়া রহমান, আনোয়ারা রহমান, বেগম রিজিয়া আলম, হাজেরা আক্তার, ফরিদা বেগম বেবী, রাধা দেওয়ানজী, মিসেস আলম আরা বেগম, হাজী খুশনাহার বেগম, মাজেদা বেগম, রজিফা বেগম, দিলারা মেসবাহ, রাবেয়া খাতুন, সাধনা রাণী চাকমা, শ্রীমতি গীতিকা পোদ্দার রেখা, শ্রীমতি বীনা পানি ঘোষ, আনোয়ারা বেগম, বিলকিস আমিন এবং মিসেস জাহানারা বেগম। বিশেষ ক্যাটাগরিতে ৮ জন রত্নগর্ভা মায়েরা হলেন, মোছা. রাবেয়া খাতুন, নিয়তি ভৌমিক, ফজিলতন নেছা, আলহাজ ফরিদা আক্তার বেগম, হামিদা আক্তার খাতুন, শ্রীমতি রেনু রায়, রাশিদা বেগম এবং দীপিকা বড়ুয়া।

(ওএস/এসপি/মে ১৪, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test