E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শাহজালালের টয়লেট থেকে স্বর্ণ উদ্ধার

২০১৭ জুলাই ০৬ ১০:২৯:০৬
শাহজালালের টয়লেট থেকে স্বর্ণ উদ্ধার

স্টাফ রিপোর্টার : হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় ২.৮ কেজি স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাইজ।

বুধবর সন্ধ্যা ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের ১নং বোর্ডিং ব্রিজের টয়লেট থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।

স্বর্ণবারগুলো টয়লেটের ময়লার ঝুড়ির মধ্যে সাদা স্কসটেপ মোড়ানো ২টি বান্ডেলে লুকানো ছিল। দুই কেজি ওজনের ২টি ও ১০০ গ্রাম ওজনের ৮টি করে মোট ১০ স্বর্ণবার উদ্ধার করা হয়।

ধারণা করা হ্চ্ছে, কাস্টমসের নজরদারিতে পাচারের সুযোগ না পেয়ে চোরাচালানকারীরা এসব স্বর্ণ টয়লেটে ফেলে গেছে।

উদ্ধারকৃত স্বর্ণবারের মূল্য এক কোটি ৪০ লাখ টাকা। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

(ওএস/এএস/জুলাই ০৬, ২০১৭)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test