E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ধর্ষণের কথা স্বীকার করেছেন ইভান

২০১৭ জুলাই ০৭ ১৩:১০:৫৭
ধর্ষণের কথা স্বীকার করেছেন ইভান

স্টাফ রিপোর্টার : রাজধানীর বনানীতে জন্মদিনের দাওয়াত দিয়ে বাসায় ডেকে ধর্ষণের ঘটনার সত্যতা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন বাহাউদ্দিন ইভান।

ইভানকে নারায়ণগঞ্জ থেকে আটকের পরদিন রাজধানীর কারওয়ানবাজারে র্যাথবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে বাহিনীটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান এই তথ্য জানান।

মুফতি মাহমুদ বলেন, ‘মামলার এজাহারে যেসব অভিযোগ এসেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেসব বিষয়ে সে স্বীকারোক্তি দিয়েছে।’

গত ২৮ মার্চ বনানীর রেইনট্রি হোটেলে সাফাতের জন্মদিনের অনুষ্ঠানে দাওয়াত দিয়ে দুই তরুণীকে ধর্ষণ করার অভিযোগ ওঠে। ঘটনার ৪০ দিন পর গত ৬ মে এক তরুণী বনানী থানায় একটি মামলা করেন। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও বনানীতেই একটি বাড়িতে জন্মদিনের দাওয়াতে নিয়ে ধর্ষণের অভিযোগে মামলা হয় বুধবার।

মামলায় অভিযোগ করা হয়, গত মঙ্গলবার রাতে বনানীর দুই নম্বর সড়কে নিজের বাসায় জন্মদিনের দাওয়াতে ডেকে নিয়ে ওই অভিনেত্রীকে ইভানধর্ষণ করেন। মামলার পরদিন বৃহস্পতিবার বিকালে নারায়ণঞ্জের মাসদাইরের পূর্ব দেওভোগ এলাকা থেকে ইভানকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে তাকে ঢাকায় নিয়ে আসা হয়।

র‌্যাব কর্মকর্তা মুফতি মাহমুদ খান জানান, মামলার পর বুধবার পুলিশ ইভানদের বাড়িতে গিয়েছিল। এ সময় তিনি ছাদে লুকিয়েছিলেন বলে জানিয়েছেন তাদেরকে। আর পুলিশ চলে যাওয়ার পর তিনি বনানী চেয়ারমান বাড়ি এলাকায় আত্মগোপন করেন। সেখান থেকে উত্তরার দক্ষিণখানে গিয়ে এক আত্মীয়ের বাসায় রাত কাটান। এরপর বৃহস্পতিবার নারায়াণগঞ্জে মাসদাইরের পূর্ব দেওভোগ এলাকায় খালার বাসায় আশ্রয় নেন ইভান। পরে স্বজনদের সহযোগিতায় বিকালে সেই বাড়ি থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।

ব্রিফিংয়ে জানানো হয়, ইভানের বিরুদ্ধ নারী নিপীড়ন বিষয়ে অভিযোগ এবারই প্রথম উঠেনি। এর আগেও নানা সময় অভিযোগ উঠার পর পারিবারিকভাবে মীমাংসা করা হয়েছে। তার বিরুদ্ধে এক যুগ ধরে মাদক সেবনের অভিযোগ রয়েছে বলেও জানান মুফতি মাহমুদ খান। এ জন্য দুইবার মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে চিকিৎসাও নিয়েছেন তিনি।

ইভান ঢাকার ক্যাম্ব্রিয়ান স্কুলে নবম শ্রেণি পর্যন্ত পড়েছেন। পরে বনানী আট নম্বর রোডে তার বাবা বোরহানউদ্দিনের ইলেকট্রনিক্সের দোকানে বসতে শুরু করেন।

২০০৮ সালে ১৯ বছর বয়সে ইভানকে বিয়ে দেয় তার পরিবার। নয় বছরের সংসারে তার পাঁচ ও দেড় বছর বয়সী দুটো সন্তান রয়েছে বলেও জানান মুফতি মাহমুদ খান।

(ওএস/এসপি/জুলাই ০৭, ২০১৭)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test