E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গণহত্যা ও যুদ্ধাপরাধের স্মারক ডাকটিকিট উন্মোচন

২০১৭ জুলাই ১০ ২০:৩৯:৩২
গণহত্যা ও যুদ্ধাপরাধের স্মারক ডাকটিকিট উন্মোচন

স্টাফ রিপোর্টার : গণহত্যা ও যুদ্ধাপরাধের স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সচিবালয়ে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের শুরুতে এ ডাকটিকিট উম্মোচন করা হয়।

এ সময় ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম উপস্থিত ছিলেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, মন্ত্রিসভা বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের এ দেশীয় দোসরদের গণহত্যা ও যুদ্ধাপরাধের ওপর আলোকচিত্র সমন্বয়ে ৭১টি স্মারক ডাকটিকিট সংবলিত উদ্বোধনী খাম অবমুক্ত এবং ‘গণহত্যা ও যুদ্ধাপরাধ’শিরোনামে একটি বিশেষ স্মারক ডাকটিকিট অ্যালবামের মোড়ক উন্মোচন করেন।

এরপর একাত্তরের গণহত্যা ও যুদ্ধাপরাধের বিষয়ে প্রকাশিত স্মারক ডাকটিকিট ও অ্যালবামের ওপর একটি ভিডিওচিত্র উপস্থাপন করা হয় বলে তিনি জানান ।

(ওএস/এএস/জুলাই ১০, ২০১৭)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test