E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সড়ক দুর্ঘটনা রোধে আইন মানার শপথ

২০১৭ জুলাই ১৪ ১৪:৪৪:৫৯
সড়ক দুর্ঘটনা রোধে আইন মানার শপথ

স্টাফ রিপোর্টার : সড়ক দুর্ঘটনা রোধে পথচারীদের আইন মেনে চলার জন্য রাজপথে শপথ নিয়েছেন ছয়টি সামাজিক সংগঠনের সদস্যরা।

শুক্রবার দুপুরে নিরাপদ সড়ক চাই (নিসচা) সংগঠনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন এ শপথ পাঠ করান।

সমাবেশে ইলিয়াস কাঞ্চন বলেন, উল্টা পথে গাড়ি চালানোর কারলে অহরহ দুর্ঘটনা ঘটছে। যারা উল্টা পথে গাড়ি চালানোর বিরুদ্ধে আইন তৈরি করে তারাই আবার উল্টা পথে গাড়ি চালায়। সড়কে নিরাপত্তার জন্য আমি দীর্ঘ ২৪ বছর ধরে আন্দোলন করছি। দুর্ঘটনা প্রতিরোধে আইন মানতে হবে সবাইকে।

তিনি বলেন, বিচার বিভাগ সড়ক দুর্ঘটনা রোধে অনেক রুল জারি করেছেন। এজন্য তাদের ধন্যবাদ জানাই। কিন্তু বিচারকের গাড়ি উল্টা পথে চলে, এ দুঃখ কার কাছে বলবো। এটা চলতে থাকলে জনসাধারণ তাদের কাছ থেকে কি শিখবে?

সমাবেশে নিরাপদ সড়কের জন্য কয়েকটি সুপারিশ তুলে ধরেন বাংলাদেশ ঘুড়ি ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহ জাহান মৃধা (বেনু)।

সমাবেশে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক ম. হামিদ, আইনজীবী সাইফুল আনাম, লায়ন গণি মিয়া বাবুল প্রমুখ।

নিরাপদ সড়ক চাই ছাড়াও ল্যাব-০২, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), গ্রিন ভয়েস, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট ও বাংলাদেশ ঘুড়ি ফেডারেশন এ সমাবেশের আয়োজন করে।

(ওএস/এসপি/জুলাই ১৪, ২০১৭)

পাঠকের মতামত:

২২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test