E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাজধানীতে বন্দুকযুদ্ধে নিহত ২

২০১৭ জুলাই ২৬ ১০:৩৫:২৬
রাজধানীতে বন্দুকযুদ্ধে নিহত ২

স্টাফ রিপোর্টার : রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত হয়েছেন। এ সময় পুলিশের এক সদস্য সামান্য আহত হন।

বুধবার ভোরে বেড়িবাঁধ এলাকায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কার্যালয়ের পাশে এ বন্দুকযুদ্ধ হয়। পরে গুরুতর অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে সকাল ৭টার দিকে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক।

পুলিশের দাবি, নিহত দুই যুবক ছিনতাইকারী। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

ডিবি পশ্চিম পল্লবীর জোনাল টিমের সিনিয়র (এসি) মো. শাহাদত হোসেন জানান, বেড়িবাঁধ এলাকায় ছিনতাইকারীদের একটি দল জড়ো হচ্ছে, গোপন খবরে মহানগর ডিবি পুলিশের একটি দল ঘটনাস্থলে অবস্থান নেয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চার ছিনতাইকারীরা গুলি ছুঁড়তে শুরু করলে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। দুইপক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের একপর্যায়ে দুই ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় ওই দুইজনকে উদ্ধার করে পুলিশ। পরে গুলিবিদ্ধ দুইজনকে ঢামেক হাসপাতালে নেয়া হয়।

এদিকে, বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে একটি প্রাইভেটকার, দুইটি পিস্তল ও একটি লোহার টুকরা উদ্ধার করা হয়।

রুপনগ থানা উপপরিদর্শক (এসআই) মোমিনুর রহমান জানান, নিহত দুইজনের বয়স ৪৫ ও ৪০ বছরের মতো হবে। তাদের পরনে লুঙ্গি ও শার্ট ছিল।

(ওএস/এএস/জুলাই ২৬, ২০১৭)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test