E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘সুন্দরবনে বাঘের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে’       

২০১৭ জুলাই ২৯ ১৭:২৪:২০
‘সুন্দরবনে বাঘের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে’       

বাগেরহাট প্রতিনিধি : শুধু বাংলাদেশেই বাঘের সংখ্যা কমেনি- বিশ্বের বিভিন্ন দেশেও বাঘের সংখ্যা কমছে। তবে আশার কথা বর্তমানে বাংলাদেশের সুন্দরবনে বাঘের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। চিন্তার কোন কারন নেই। আগের যে কোন সময়ের থেকে সুন্দরবনে বাঘ বেশি নিরাপদে রয়েছে। সুন্দরবনের বাঘকে নিরাপদ রাখতে সরকার জিরো টলারেন্স দেখাচ্ছে।

বাংলাদেশের আজ অনেক পরিবর্তন হয়েছে। এখন সরকার পরনির্ভরশীল নয়। একদিন আসবে এই দেশকে নিয়ে আমরা গর্ব করব। বাগেরহাটে বিশ্ব বাঘ দিবসের জাতীয় অনুষ্ঠানে পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু একথা বলেন।

তিনি আরও বলেন এখন আমরা সুন্দরবন রক্ষায় আর বিদেশের উপর নির্ভরশীল নই। সুন্দরবনে স্মার্ট পেট্রোলিং এখন বাংলাদেশের অর্থায়নেই হচ্ছে। সুন্দরবনের গাছপালা সুরক্ষিত আছে। উপকূলের বিভিন্ন স্থানে সুন্দরবনের আদলে ম্যানগ্রোভ বন গড়ে তোলা হচ্ছে।

শনিবার দুপুরে বাগেরহাট জেলা পরিষদ অডিটরিয়ামে বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক (সিসিএফ) মোহাম্মদ সফিউল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ^ বাঘ দিবসের জাতীয় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন,বাগেরহাট-৪ আসনের এমপি ডা. মোজাম্মেল হোসেন, বাগেরহাট -২ আসনের এমপি মীর শওকাত আলী বাদশা, পরিবেশ ও বন মন্ত্রনালয়ের সচিব ইশতিয়াক আহমদ, খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ফারুক হোসেন, খুলনা অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) মো. আমির হোসাইন চৌধুরী, বন্যপ্রানী ও প্রকৃতি সংরক্ষন বিভাগের বন সংরক্ষক (সিএফ) মো. জাহিদুল কবির, জাহাঙ্গীর নগর বিশ^বিদ্যালয়ের প্রানীবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. এমএ আজিজ, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বাগেরহাট মো. শফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. মাহফুজ আফজাল প্রমুখ।

বন ও পরিবেশ মন্ত্রনালয়ের সচিব ইসতিয়াক আহমদ বলেন, সুন্দরবনকে আরও সুরক্ষার জন্য ৭ শত কোটি টাকার সুন্দরবন সুরক্ষা প্রকল্প হাতে নেয়া হয়েছে। যা অর্থ মন্ত্রনালয়ের অনুমোদনের অপেক্ষার রয়েছে। এই প্রকল্পটি বাস্তবায়িত হলে সুন্দবনের উপর নির্ভরশীল জনগোষ্ঠীর বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব হবে। সুন্দরবন সুরক্ষা সহজতর হবে। বন সচিব আরও বলেন সুন্দরবন বিভাগের কর্মকর্তা কর্মচারীদের ঝুকি ভাতার বিষয়টি তার মন্ত্রনালয়ের বিবেচনায় রয়েছে। অচিরেই তা বাস্তবায়িত হবে।

বাঘ দিবসের আলোচনা সভার বিশেষ অতিথির বক্তব্যে বাগেরহাট ৪ আসনের এমপি ডা: মোজাম্মেল হোসেন বলেন মা তার সন্তানকে যেভাবে বুকে জড়িয়ে বেখেছে - তেমনি সুন্দরবন আল্লাহ তালা মানুষের সুরক্ষার জন্য সৃষ্টি করেছেন। সুন্দরবন ধংস হয়ে গেলে এখানে খুলনা বাগেরহাটে মানুষ বসবাস করতে পারবে না। তিনি বলেন মানুষ হত্যা করলে যেমন ফাঁসির বিধান রয়েছে তেমনি বাঘ হত্যা করেলে ফাঁসির বিধান করা প্রয়োজন। বাঘ হত্যা বন্ধে প্রয়োজনে সংসদে আইন পাশ করতে বন ও পরিবেশমন্ত্রীকে অনুরোধ জানান সুন্দরবন সংলগ্ন এলাকার এই এমপি।

বিশেষ অতিথির বক্তব্যে বাগেরহাট ২ আসনের এমপি মীর শওকাত আলী বাদশা বলেন, যে কোন উপায়ে সুন্দরবনের বাঘকে রক্ষা করতে হবে। এজন্য সর্বজ্ঞে প্রয়োজন সুন্দরবন বিভাগের কর্মকর্তা কর্মচারীদের ঝুঁকি ভাতা প্রদান। সুন্দরবন সন্নিহিত লোকালয়ের মানুষদের বাঘ সম্পর্কে আরও সচেতন করতে হবে। বাঘ হত্যা ও পাচারকারীদের কঠোর হস্তে দমন করতে হবে।

প্রধান বন সংরক্ষক (সিসিএফ) মোহাম্মদ সফিউল আলম চৌধুরী সভাপতির বক্তব্যে বলেন, বাঘ নিয়ে দেশবাসীর হতাশ হবার কোন কারন নেই। ২০২২ সাল নাগাদ সুন্দরবনে বাঘের সংখ্যা দ্বিগুন হবে। ইতিমধ্যেই সুন্দরবন বিভাগের কর্মকর্তা কর্মচারী, জেলে, বাওয়ালীদের তথ্যমতে বনের ভেতরে একাধিক স্থানে বাঘের বাচ্চা দেখতে পাওয়া যচ্ছে।

এর আগে সকাল ১০ টায় বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে বিশ^ বাঘ দিবস উপলক্ষ্যে জাতীয় অনুষ্ঠানের অংশ হিসেবে এক বনার্ঢ্য র‌্যালী বের হয়। সুন্দরবন সংলগ্ন এলাকার জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ছাড়াও স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের বর্নাঢ্য র‌্যালী শহর প্রদক্ষিন শেষে জেলা পরিষদ চত্বরে জাতীয় অনুষ্ঠানের আলোচনা সভা স্থলে এসে শেষ হয়। বাগেরহাটের স্থানীয় দুই এমপি ,বন ও পরিবেশ মন্ত্রনালয়ের সচিবসহ জেলা পর্যায়ের কর্মকর্তারা র‌্যালীতে অংশ নেয়। আলোচনা সভা শেষে বন অধিদপ্তরের আয়োজনে সুন্দরবনের বাঘ নিয়ে লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান পদর্শিত হয়।

(একে/এএস/জুলাই ২৯, ২০১৭)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test