E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ইসির সংলাপ শুরু সোমবার : ৫৯ জনের জন্য বরাদ্দ দুই ঘণ্টা

২০১৭ জুলাই ৩০ ১৩:২২:১৮
ইসির সংলাপ শুরু সোমবার : ৫৯ জনের জন্য বরাদ্দ দুই ঘণ্টা

স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (৩১ জুলাই) সুশীল সামাজের সঙ্গে সংলাপের পর পর্যায়ক্রমে রাজনৈতিক দল, নির্বাচন পরিচালনা বিশেষজ্ঞ, গণমাধ্যম প্রতিনিধি, পর্যবেক্ষক ও নারী সংগঠনের প্রতিনিধির সঙ্গে সংলাপ করবে। ইসির এ সংলাপ চলবে চলতি বছরের অক্টোবর পর্যন্ত। তবে সংলাপের শুরুতেই সমালোচনা শুরু হয়েছে।

জানা গেছে, এর আগে কখনও ইসির সঙ্গে বৈঠক করেননি কিংবা নির্বাচন সংক্রান্ত কোনো কাজে জড়িত নয় এমন অনেক ব্যক্তিকেও আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিত অতিথির তালিকায় এক সময়ের জনপ্রিয় চিত্রনায়কও রয়েছেন।

তবে সব মহলের মানুষের মতামত শোনার জন্যই বর্তমান ইসি এ পন্থা অবলম্বন করেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার কবিতা খানম।

সুশীল সমাজের ৫৯ জনের মধ্যে রয়েছেন- তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলী খান, সুলতানা কামাল, রাশেদা কে চৌধুরী, বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ।

নিরাপদ সড়ক চাই -এর সভাপতি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকেও আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। আছেন অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য, এমএম আকাশ, পিএসসির সাবেক চেয়ারম্যান ড. সাদাত হোসেন, সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন, ড. শাহদীন মালিক, বিচারপতি গোলাম রাব্বানী, স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ, টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, সেন্টার ফর ডেভেলপমেন্ট কমিউনিকেশনের নির্বাহী পরিচালক মুহাম্মদ জাহাঙ্গীর, বাংলাদেশ নারী প্রগতি সংঘের এক্সিকিউটিভ ডিরেক্টর বেগম রোকেয়া কবির।

অধ্যাপক অজয় রায়, ড. সৈয়দ আনোয়ার হোসেন, অর্থনীতিবীদ ড. আবুল বারাকাত, এমএম আকাশ, ডেমোক্রেসি ওয়াচের নির্বাহী পরিচালক বেগম তালেয়া রেহমান, নিজেরা করির এক্সিকিউটিভ ডিরেক্টর খুশি কবির, বাংলাদেশ ইনডিজিনিয়াস পিপলস ফোরামের সম্পাদক সঞ্জীব দ্রং, সাবেক সচিব ও রাষ্ট্রদূত মো. জমির, অধ্যাপক মুনতাসীর মামুন, রাষ্ট্রদূত মো. গোলাম হোসেন, সোবহান শিকদার, আইইডির নির্বাহী পরিচালক নোমান আহমদ খান, ড. কাজী খলিকুজ্জামান আহমদ, সাবেক সচিব আব্দুল লতিফ মন্ডল, অধ্যাপক সলিমুল্লাহ খান প্রমুখ।

নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠেয় এই সংলাপ হবে সকাল পৌনে ১১টা থেকে ১টা পর্যন্ত। সিইসিসহ নির্বাচন কশিমনদের বক্তব্য দেয়া ছাড়া ইসির আলোচ্য সূচির ৭টি বিষয়ে আমন্ত্রিত অতিথিরা প্রত্যেকে ২ মিনিটের মতো সময় পাবেন।

তবে প্রয়োজনে বৈঠকে সময় আরও বাড়তে পারে বলে ইসির একটি সূত্র জানিয়েছে।

(ওএস/এসপি/জুলাই ৩০, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test