E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঢাকার জলাবদ্ধতা দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

২০১৭ জুলাই ৩১ ১৫:১৪:৩০
ঢাকার জলাবদ্ধতা দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

স্টাফ রিপোর্টার : ঢাকা শহরের জলাবদ্ধতা দূর করার জন্য বক্স কালভার্টগুলো খুলে দিয়ে এর ওপর দিয়ে উড়ালসেতু বানানোর প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে কাজ শুরুর নির্দেশ দেন তিনি।

সোমবার মন্ত্রিপরিষদের বৈঠকের পর অনানুষ্ঠানিক আলোচনাকালে তিনি এ কথা বলেন। বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে।

সচিবালয়ের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত বৈঠকে মন্ত্রিপরিষদের সদস্যরা ছাড়াও উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, খালগুলোর ওপর বক্স কালভার্ট থাকার কারণে ভেতরের ময়লা পরিষ্কার করা সম্ভব হয় না। এতে পানিও দ্রুত নিষ্কাশন হতে পারে না। ফলে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এছাড়া বুড়িগঙ্গা ও ব্রহ্মপুত্র নদী হেভি ড্রেজিং মেশিন দিয়ে খনন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

একইসঙ্গে ড্রেজিং করা বালু বিক্রির ব্যবস্থা করার জন্যও তিনি নৌ পরিবহন মন্ত্রণালয়, পানিসম্পদ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, বিএনপি ও জাতীয় পার্টির সরকারের আমলে ঢাকা শহরের খালগুলো দখল হয়েছে।

(ওএস/এসপি/জুলাই ৩১, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test