E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

৫৫ শতাংশ মা বুকের দুধ খাওয়ান

২০১৭ জুলাই ৩১ ১৬:২৬:২২
৫৫ শতাংশ মা বুকের দুধ খাওয়ান

স্টাফ রিপোর্টার : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, শিশুকে কমপক্ষে ৬ মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ খাওয়ান বাংলাদেশে এমন মায়ের হার ৫৫ শতাংশ। এ হার বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভালো হলেও আমাদের লক্ষ্য শতভাগে উন্নীত করা। এজন্য তিনি সন্তানকে কৌটার দুধ না দিয়ে বুকের দুধ খাওয়াতে মায়েদের প্রতি আহ্বান জানান।

সোমবার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভা কক্ষে ১ থেকে ৭ আগস্ট ‘বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ’ পালন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

‘মাতৃদুগ্ধ পান টেকসই করতে আসুন ঐক্যবদ্ধ হই’ শীর্ষক প্রতিপাদ্য সামনে নিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও বাংলাদেশ ব্রেস্টফিডিং প্রতিষ্ঠানের (বিবিএফ) যৌথ উদ্যোগে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের কর্মসূচি পালিত হবে।

জাহিদ মালেক বলেন, বর্তমানে দেশে শিশু মৃত্যুর হার অনেক হ্রাস পেলেও এখনও পুষ্ঠিহীনতায় অনেক শিশুর মৃত্যু হয়। এসব শিশুর পুষ্ঠিহীনতার অন্যতম কারণ বুকের দুধ না খাওয়ানো।

মায়েদের উদ্দেশে তিনি বলেন, বুকের দুধ না খাওয়ালে শিশু যেমন অপুষ্টিতে ভোগে, তেমনি মায়েরাও নানা অসুখে ভোগেন। যেসব মা সন্তানকে বুকের দুধ খাওয়ান না তাদের স্তন ক্যান্সার, জরায়ু মুখ ক্যান্সারসহ বিভিন্ন রোগ হওয়ার ঝুঁকি থাকে। সুতরাং নবজাতককে মায়েদের বেশি বেশি বুকের দুখ খাওয়ানোর আহ্বান জানান তিনি।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে ‘ব্রেস্ট ফিডিং’ কর্ণার রাখার আহ্বান জানানোর পাশাপাশি বেসরকারি খাতে মাতৃত্বকালীন ছুটির মেয়াদ ৬ মাস বাস্তবায়ন করারও আহ্বান জানান।

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে এবার ১ আগস্ট বিভিন্ন দৈনিক সংবাদপত্রে বিশেষ ক্রোড়পত্র প্রকাশিত হবে। এছাড়া মোবাইল ফোনে এ দিবসের বার্তা পাঠানো হবে। ওই দিন বেলা ১১টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান এবং এ বিষয়ে সচেতনতা সৃষ্টিতে মেলারও আয়োজন করা হচ্ছে বলে জানান তিনি।

(ওএস/এসপি/জুলাই ৩১, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test