E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘ঔপনিবেশিক আমলের পুলিশ ব্যবস্থা এখন আর নেই’

২০১৭ জুলাই ৩১ ২০:১৪:০৮
‘ঔপনিবেশিক আমলের পুলিশ ব্যবস্থা এখন আর নেই’

টাঙ্গাইল প্রতিনিধি : স্বাধীনতা বিরোধী, জঙ্গি সন্ত্রাসীদের জন্য পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরন করছে ঘোষণা দিয়ে বাংলাদেশ পুলিশের মহা পরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বিপিএম-পিপিএম বলেছেন, ঔপনিবেশিক আমলের পুলিশ ব্যবস্থা এখন আর নেই। কোন পুলিশ সদস্য অপরাধমূলক কাজের সাথে জড়িত হলে তাকেও ছাড় দেয়া হবে না। তিনি বলেন, একুশে আগষ্ট গ্রেনেড হামলা মামলার আাসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। এ মামলার পৃষ্ঠপোষকদেরও ছাড় দেয়া হবেনা। তিনি সোমবার দুপুরের পর টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর পুলিশ তদন্ত কেন্দ্রের নতুন ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

আইজিপি বলেন, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এজন্য কমিউনিটি পুলিশিং ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। যাতে জনগন-পুলিশ সেতুবন্ধন রচিত হয়।

টাঙ্গাইলের পুলিশ সুপার মাহবুব আলম পিপিএম- এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ঢাকা রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম। বক্তব্য রাখেন, গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু, টাঙ্গাইল-২(গোপালপুর-ভূঞাপুর) আসনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি খন্দকার মশিউজ্জামান রুমেল।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার দিলরুবা শারমীন, অতিরিক্ত পুলিশ সুপার আসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার(গোপালপুর সার্কেল) রামানন্দ সরকার, গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন প্রমুখ।

এরআগে আইজিপি একেএম শহীদুল হক সোমবার দুপুরে ঘাটাইল থানা প্রাঙ্গণে মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেছেন। এ সময় ঢাকা রেঞ্জের ডিআইজি শহীদুল ইসলাম, এডিশনাল ডিআইজি মাহবুবুর রহমান, টাঙ্গাইলের পুলিশ সুপার মাহবুব আলম পিপিএম, ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার আবুল কাশেম মুহাম্মদ শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন।

(আরকেপি/এএস/জুলাই ৩১, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test