E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাল্যবিয়ে রোধে জাতীয় প্রচার অভিযান উদ্বোধন

২০১৭ জুলাই ৩১ ২২:৫৪:৩১
বাল্যবিয়ে রোধে জাতীয় প্রচার অভিযান উদ্বোধন

স্টাফ রিপোর্টার : ‘বাল্যবিয়ে রুখতে হলে আওয়াজ তোলো তালে তালে’ স্লোগান নিয়ে শিশুবিয়ে বন্ধে জাতীয় মাল্টিমিডিয়া প্রচারণা উদ্বোধন করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

সোমবার রাজধানীর প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেল বলরুমে ইউনিসেফ, ইউএনএফপিএ ও কানাডা সরকারের সহায়তায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় গৃহীত এ প্রচার অভিযান উদ্বোধন করেন তিনি।

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বিশেষ অতিথি হিসেবে এবং মন্ত্রণালয়ের সচিব নাসিমা বেগম, কানাডার রাষ্ট্রদূত বেনোয়া পিয়েখ লাহামি এবং ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি অ্যাডুয়ার্ড বেগবেদার বক্তা হিসেবে অনুষ্ঠানে যোগ দেন।

অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, ‘সুস্থ যৌন আচরণ ও প্রজননের অধিকার মানবাধিকারের অংশ। বাল্যবিয়ের কারণে এ অধিকার ক্ষুণ্ন হয়।’ বাল্যবিয়ে যেমন মানবাধিকার ক্ষুণ্ণকারী তেমনি স্বাস্থ্যহীনতা, অকালমৃত্যু, বন্ধ্যাত্ব এমনকি প্রজননতন্ত্রের ক্যানসারেরও কারণ। তাই এটা বন্ধে সবাই মিলে কাজ করতে হবে।

আইনের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, শুধু আঠারো বছরের নিচের মেয়েশিশু নয়, একুশ বছরের নিচের অপ্রাপ্তবয়স্ক ছেলেরাও বাল্যবিয়ে নিরোধ আইনের আওতায় পড়বে।

এ প্রচারাভিযানে গণমাধ্যমকে সর্বাত্মক সহায়তার আহ্বান জানান মন্ত্রী।

বিশেষ অতিথি মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী এ অভিযানে সহযোগী সংস্থাগুলোকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘বাল্যবিয়ে রুখতে হলে আওয়াজ তোলো তালে তালে’ স্লোগান নিয়ে বেতার ও টিভির জন্য ৫টি করে স্পট, ২৬পর্বের ধারাবাহিক নাটক, ৯০ মিনিটের প্রামাণ্যচিত্র ও বিজ্ঞাপন সারাদেশে ব্যাপক সাড়া জাগাবে বলে আশা করা হচ্ছে।

ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ‘ঢোল’ ব্যবহারের মাধ্যমে একটি ছন্দবদ্ধ প্রতিবাদের ভাষা তৈরিতে জাতীয়ভাবে এ উদ্বোধনের পাশাপাশি দেশের আরো চারটি স্থানে প্রচারণার পৃথক উদ্বোধন, সড়ক প্রচার ও সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করে বাল্যবিয়ে রোধকে একটি গণআন্দোলনে রূপ দেয়াই এ কার্যক্রমের উদ্দেশ্য, বলেন ইউনিসেফ প্রতিনিধি অ্যাডুয়ার্ড বেগবেদার।

এ সময় প্রখ্যাত ঢোলবাদক কাজী হাবলুর ঢোলছন্দ, নাটিকা এবং বাল্যবিয়েবিরোধী প্রামাণ্যচিত্র পরিবেশিত হয়।

(ওএস/এএস/জুলাই ৩১, ২০১৭)






পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test