E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘ভিশন ২০২১ বাস্তবায়নে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে’

২০১৭ আগস্ট ০৭ ০০:০০:৫৪
‘ভিশন ২০২১ বাস্তবায়নে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে’

স্টাফ রিপোর্টার : খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বর্তমান সরকারের ভিশন ২০২১ এবং ২০৪১ । এ ভিশন বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করতে নবীন কর্মকর্তাদের সততা ও  নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।

রবিবার রাজধানীর বিসিএস প্রশাসন একাডেমিতে ‘৬৫তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপস্থিত প্রশিক্ষণার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, মানুষের জানার শেষ নেই। প্রতিটি ক্ষেত্রে জানতে হবে, জ্ঞান অর্জন করতে হবে এবং তা কর্মক্ষেত্রে কাজে লাগাতে হবে। তাহলেই দক্ষ অফিসার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন।

তিনি বলেন, প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে সবচেয়ে বড় গুণ হলো দেশপ্রেম। যদি প্রত্যেকের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা থাকে তবেই আপনারা দেশপ্রেমিক অফিসার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন।

খাদ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার সামাজিক নিরাপত্তা বলয় সৃষ্টির লক্ষ্যে অনেকগুলো সামাজিক নিরাপত্তা কর্মসূচি হাতে নিয়েছে। পৃথিবীর আর কোনো দেশে এত সামাজিক কর্মসূচি নেই। যে সরকারই ক্ষমতায় থাক না কেন সরকারি কর্মকর্তারা নিজেকে রাজনীতির ঊর্ধ্বে রেখে সরকারের এজেন্ডা নিরপেক্ষ ও সঠিকভাবে বাস্তবায়ন করবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর মো. আনোয়ারুল ইসলাম সিকদার। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা উপিস্থত ছিলেন।

উল্লেখ্য, ছয় মাস মেয়াদি এ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেছেন বিসিএস ফরেন সার্ভিস, প্রশাসন, পুলিশ, কাস্টমস, ট্যাক্স, নিরীক্ষা ও হিসাব, কৃষিসহ মোট ১৩টি ক্যাডারের ৪৩ জন কর্মকর্তা। এই কোর্সটি ৬ আগস্ট শুরু হয়ে আগামী বছরের ১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

(ওএস/এএস/আগস্ট ০৭, ২০১৭)




পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test