E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শাহবাগে ছাত্র-পুলিশ সংঘর্ষ, ডিএমপির হাতে প্রতিবেদন

২০১৭ আগস্ট ০৭ ১৫:১০:২৯
শাহবাগে ছাত্র-পুলিশ সংঘর্ষ, ডিএমপির হাতে প্রতিবেদন

স্টাফ রিপোর্টার : রাজধানীর শাহবাগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেয়া হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে ডিএমপি হেড কোয়ার্টারে এ প্রতিবেদন জমা দেয়া হয়।

কমিটির প্রধান ও ডিএমপির যুগ্ম কমিশনার (অপস) মীর রেজাউল আলম জানান, ডিএমপি কমিশনার দেশের বাইরে আছেন। তিনি আসলে প্রতিবেদনের বিষয়ে বিস্তারিত জানানো হবে।

সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের সময় পুলিশের ছোঁড়া টিয়ারশেলই (কাঁদানি গ্যাস) তিতুমীর কলেজের শিক্ষার্থী সিদ্দিকুরের চোখে লেগেছে বলে নিশ্চিত হয়েছে পুলিশের তদন্ত কমিটি। এই ঘটনায় সাত পুলিশ কর্মকর্তাকে দায়ী করা হয়েছে।

এর আগে বিভিন্ন গণমাধ্যমের প্রকাশিত ভিডিও ফুটেজে পুলিশের ছোড়া টিয়ারশেল লেগে সিদ্দিকুরের পড়ে যাওয়ার চিত্র দেখা গেলেও বিষয়টি বরাবরই অস্বীকার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পরে ঘটনার অধিকতর তদন্তে পৃথক দুটি কমিটি তৈরি করা হয়। এর মধ্যে ডিএমপির গঠিত কমিটি প্রতিবেদন জমা দেয়া হলো।

ডিএমপির কমিটির সদস্যরা হলেন- ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত উপ-কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ ও রমনা বিভাগের অতিরিক্ত উপ কমিশনার (এডিসি) আশরাফুল আলম।

এ ছাড়া পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (প্রশাসন) নাবিদ কামাল শৈবালকে প্রধান করে আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি প্রতিবেদন প্রস্তুতের জন্য মঙ্গলবার পর্যন্ত সময় চেয়েছে।

(ওএস/এসপি/আগস্ট ০৭, ২০১৭)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test