E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

২২ আগস্ট থেকে ঢাকায় অটোরিকশা ধর্মঘট

২০১৭ আগস্ট ১০ ১৩:৩৮:২২
২২ আগস্ট থেকে ঢাকায় অটোরিকশা ধর্মঘট

স্টাফ রিপোর্টার : আগামী ২২ আগস্ট থেকে ঢাকা মহানগরীতে লাগাতার অটোরিকশা ধর্মঘটের ডাক দিয়েছে ‘ঢাকা সিএনজি অটোরিকশা শ্রমিক সমন্বয় পরিষদ’।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশ থেকে এ ধর্মঘটের ডাক দেন সংগঠনের নেতারা।

মানববন্ধনে বক্তারা গাজীপুর, নারায়ণগঞ্জ ও ঢাকা জেলার নিবন্ধনকৃত মিটারিহীন সিএনজিচালিত অটোরিকশা পুলিশের প্রত্যক্ষ সহযোগিতায় ঢাকা মহানগরীতে বেআইনি চলাচল বন্ধসহ অটোরিকশা শ্রমিকদের ১০ দফা দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

অন্যথায় ২২ আগস্ট মঙ্গলবার সকাল থেকে ঢাকা মহানগরীতে লাগাতার অটোরিকশা ধর্মঘট শুরু হবে বলে তারা হুঁশিয়ারি দেন।

বক্তারা বলেন, ঢাকা মহানগরে চলাচলরত অটোরিকশা সেক্টরে বিরাজমান নৈরাজ্য দূর করতে ও যাত্রী পরিবহন সেবার মান উন্নয়নে সরকার ২০০৭ সালে ঢাকা মহানগরীতে বসবাসকারী থ্রি-হুইলার লাইসেন্সধারীদের অতিরিক্ত ৫ হাজার অটোরিকশা দেওয়ার সিদ্ধান্ত নেয়। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রণালয়ে ২০১৩ সালে অনুষ্ঠিত সভায় লিভ টু আপিল প্রত্যাহার সাপেক্ষে বিআরটিএর চেয়ারম্যান সব ধরনের বিধান অনুসরণ করে এক থেকে দেড় মাসের মধ্যে ওই অটোরিশা বিতরণের ব্যবস্থা নিলেও সেগুলো এখন পর্যন্ত কার্যকর হয়নি।

সমাবেশ শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন অটোরিকশা শ্রমিকরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের সদস্যসচিব মোহাম্মাদ হানিফ খোকন, সদস্য মজিবুর রহমান মাস্টার, আজহার আলী, মো. রমজান আলী প্রমুখ।

(ওএস/এসপি/আগস্ট ১০, ২০১৭)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test