E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ চলাকালে নিশ্ছিদ্র নিরাপত্তা’

২০১৭ আগস্ট ১১ ১১:০২:৪৮
‘বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ চলাকালে নিশ্ছিদ্র নিরাপত্তা’

স্টাফ রিপোর্টার : ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া বলেছেন, আসন্ন বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

বৃহস্পতিবার ডিএমপি সদর দপ্তরে বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রতিনিধিদের সঙ্গে এক সমন্বয় সভায় তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বিসিবির প্রতিনিধিদের বলেন, ‘অস্ট্রেলিয়া দল বাংলাদেশে খেলতে আসছে। এ লক্ষ্যে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। সরকারের সবগুলো সংস্থা একযোগে কাজ করবে।’

নিরাপত্তা বৈঠকে আসাদুজ্জামান মিয়া বলেন, ‘স্টেডিয়ামে সবাইকে নিজ নিজ আসনে বসতে হবে। কোনো অবস্থাতেই নিজ আসন ছাড়া অন্য আসনে বসা যাবে না। রাষ্ট্রীয় সম্মান ও দেশের ভাবমূর্তি রক্ষার্থে যার যা দায়িত্ব সবাইকে সঠিকভাবে পালন করতে হবে।’

সভায় খেলোয়াড় ও বিদেশি অতিথিদের আবাসনস্থলে নিরাপত্তা জোরদার, যাতায়াতের রাস্তা যানজটমুক্ত রাখা, রুফটপ ডিউটি, মোবাইল ডিউটি, আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করে দর্শনার্থীদের স্টেডিয়ামে প্রবেশ করানোর সিদ্ধান্ত হয়।

১৮ আগস্ট অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশে আসার কথা রয়েছে।

(ওএস/এএস/আগস্ট ১১, ২০১৭)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test