E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাউল শিল্পী নির্যাতনের ঘটনায় উদীচীর নিন্দা

২০১৭ আগস্ট ১২ ০০:৪৭:৪০
বাউল শিল্পী নির্যাতনের ঘটনায় উদীচীর নিন্দা

নিউজ ডেস্ক : গানের কথা বলে এক বাউল শিল্পীকে ঢাকার আশুলিয়ায় নিয়ে শ্লীলতাহানির ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।

শুক্রবার এক বিবৃতিতে উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক ড. সফিউদ্দিন আহমদ এবং সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন এ নিন্দা ও শাস্তির দাবি জানান।

বিবৃতিতে তারা বলেন, বর্তমান আর্থ-সামাজিক প্রেক্ষাপটে দেশের বিভিন্ন স্থানে আমন্ত্রণমূলক অনুষ্ঠানে গান গেয়ে অধিকাংশ বাউল শিল্পীকে জীবিকা নির্বাহ করতে হয়। এই জীবিকা নির্বাহের তাগিদেই বুধবার রাতে গানের অনুষ্ঠানের ডাকে আশুলিয়ার আউখপাড়া শহিদুল্লাহর খামারবাড়িতে গিয়েছিলেন ওই বাউল শিল্পী। কিন্তু মিথ্যা কথা বলে তার ওপর যে পাশবিক নির্যাতন চালানো হয়েছে তা অবশ্যই নিন্দনীয় এবং ঘৃণ্য অপরাধ।

বিবৃতিতে এ ধরনের জঘন্য অপরাধের সঙ্গে যারা জড়িত, তাদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

(ওএস/এএস/আগস্ট ১২, ২০১৭)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test